Tachiyomi User Guide Tutorial in Bangla - Peak Fiction

Tachiyomi User Guide Tutorial in Bangla - Peak F

মাঙ্গা পড়ার অন্যতম একটি অ্যাপ হলো Tachiyomi. যার ব্যাবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে।কি আছে এই অ্যাপ এ যার কারণে এর ব্যাবহারকারী এতো?অ্যাপ এ রয়েছে এরকম অনেক ফিচার যা অন্যান্য মাঙ্গা রিডিং অ্যাপ এ পাওয়া যায় না।একের ভিতর সব বলতে গেলে এই অ্যাপ।আজকে নতুন যারা এই অ্যাপ ব্যাবহার করবে তারা কিভাবে কি করবে তাই দেখাব।কিন্তু অনেকে এই অ্যাপ ব্যবহার করতে ভয় পায় কিছু না বোঝার কারণে, যদিও অ্যাপ এ তেরকম কোনো কমপ্লিকেটেড কিছুই নেই।আশা করি এটি পড়ার পর আর আপনাদের কোনো কমপ্লিকেটেড কিছুই লাগবে না এবং সহজেই ব্যাবহার করতে পারবেন Tachiyomi.

এর জন্য আপনাকে প্রথমে গুগলে গিয়ে Tachiyomi অ্যাপটি ডাওনলোড দিতে হবে বা নিচের দেওয়া ডাওনলোড বাটনে ক্লিক করেও ডাওনলোড করতে পারেন। ডাওনলোড করা হয় গেলে -      

  Download Tachiyomi(download)


  1. অ্যাপ এ ঢোকার পর আপনার কাছে বিভিন্ন পারমিশন চাবে ওই পারমিশন গুলো সব allow করে দিন।
  2. Tachiyomi User Guide Tutorial in Bangla - Peak Fiction
    এরপর চলে যান "Browse" নামের অপশনে এবং সেখান থেকে "Extension" এ
    Tachiyomi User Guide Tutorial in Bangla - Peak Fiction
    যেখানে আপনার সামনে অনেক মাঙ্গা এর সোর্স আসবে যেগুলোর থেকে আপনি মাঙ্গা পড়তে পারবেন।এইখান থেকে আপনার যেকোনো পছন্দের একটি বা তার অধিক সোর্স ডাওনলোড করে নিতে পারেন।
    Tachiyomi User Guide Tutorial in Bangla - Peak Fiction , Tachiyomi extension

কোন সোর্স ডাওনলোড করবেন তা যদি না জানেন তাহলে এই পোষ্ট এর মধ্যে যে ওয়েবসাইট এর নাম গুলো দেওয়া আছে সেই সোর্স গুলো ডাওনলোড করতে পারেন।

  • সোর্স ডাওনলোড এবং ইনস্টল করা হয়ে গেলে যেকোনো একটি সোর্স এ চলে যান এবং আপনার পছন্দের যেকোনো মাঙ্গা এর নাম "সার্চ" আইকনে ক্লিক করে সার্চ করুন।পছন্দের মাঙ্গা চলে আসলে এতে ক্লিক করে ভিতরে চলে যান আর "Add to Library" অপশনে ক্লিক করে এটি আপনার লাইব্রেরির মধ্যে এড করে রাখুন।এখন আবার ব্যাক এ চলে এসে আপনার লাইব্রেরীতে গিয়ে খুব সহজেই আপনার যেই মাঙ্গা এড করেছিলেন তা পড়তে পারবেন কোনো ঝামেলা ছাড়াই অনলাইনে বা অফলাইনে ডাওনলোড করার মাধ্যমে।আর প্রতিদিন লাইব্রেরী আপডেট করতে ইন্টারনেট সংযোগ এর পর শুধু উপর থেকে রিফ্রেশ বাটনে ক্লিক করলে বা নিচে ধরে টান দিলেই আপনার লাইব্রেরী আপডেট হতে থাকবে ।Tachiyomi User Guide Tutorial in Bangla - Peak FictionTachiyomi User Guide Tutorial in Bangla - Peak Fiction

আরো পড়ুন - 


কোনো কিছু না বুজলে বা সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানান..

Comments

Popular posts from this blog

মাঙ্গা,নোবেল ও কমিক পড়ার ওয়েবসাইট • Websites for reading Manga,Comic or Novel - Peak Fiction

ঘসেটি বেগম কে ছিলেন? ঘসেটি বেগমের জীবনী।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।