0
Home  ›  Event  ›  inBangla  ›  Manga  ›  News

এনিমে মাঙ্গা আর্ট কনটেস্ট - বাংলাদেশ মাঙ্গা রিডার্স - পিক ফিকশন

"BDMangaReaders_ArtContest"

 🎉 এনিমে মাঙ্গা আর্ট কনটেস্ট 🎉

BDMangaReaders_ArtContest

বাংলাদেশ মাঙ্গা রিডার্স গ্রুপের ১০ হাজার মেম্বার হওয়া উপলক্ষে আমরা একটি আর্ট কনটেস্ট নিয়ে হাজির হলাম। আপনি পেশাদার বা অপেশাদার যাই হোন না কেন সবাইকে আমাদের এই আর্টওয়ার্ক কম্পিটিশন এ যোগ দেওয়ার জন্য আহ্বান করা হলো। কম্পিটিশনটি মে মাসের ১ তারিখ থেকে শুরু হবে এবং জুন এর ০৫ তারিখ পর্যন্ত চলবে।


🌟 ইভেন্ট টি স্পনসর করেছেন - "Comiclone" মাঙ্গা শপ


রুলস -

১. আর্টওয়ার্ক টি অবশ্যই এনিমে, মাঙ্গা এর উপর হতে হবে।আপনার পছন্দ মত যেকোনো এনিমে বা মাঙ্গা এর কোনো চরিত্র বা দৃশ্য এর উপর ভিত্তি করে আর্টটি থাকা লাগবে।


২. আর্টওয়ার্ক টি অবশ্যই হাতে আঁকা হতে হবে।যেমন - স্কেচ, পেইনটিং, ড্রইং, ওয়াটার কালার ইত্যাদি. কোনো প্রকার ডিজিটাল আর্টওয়ার্ক গ্রহণ যোগ্য না।এছাড়া ইচ্ছি, হেন্তাই আর্ট সাবমিট করা যাবে না।ছবির সাথে রেফারেন্স এড করা প্রয়োজনীয় হলে, প্রথম কমেন্টে রেফারেন্স এড করতে হবে।এবং একজন আর্টিস্ট সর্বোচ্চ ৩ টি ছবি আপলোড করতে পারবে।


৩. এই কনটেস্ট এ অংশগ্রহণ করতে হলে আপনাকে অবশ্যই আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করা লাগবে।পোস্ট করার সময় হ্যাশট্যাসহ নিচের ফরম্যাট টি ফলো করতে হবে :

#BDMangaReaders_ArtContest

নাম :

চরিত্রের নাম :

ব্যাবহৃত উপকরন:

তারিখ:

আরও - Judge's for Bangladesh Manga Readers Art contest - Peak Fiction


৪. আর্টওয়ার্ক অবশ্যই আপনার নিজের হতে হবে এবং আর্টওয়ার্ক এ আপনার সিগনেচার থাকা লাগবে।অন্যের আর্ট নিজের বলে চালিয়ে দিলে ডিরেক্ট ব্যান।


৫. আর্টওয়ার্ক টি ক্রিয়েটিভিটি, টেকনিকাল স্কিল ও মৌলিকতার উপর জাজ করা হবে। এর মধ্যে প্রথম রিয়েক্ট এর উপর ভিত্তি করে প্রথম আর্ট সিলেক্ট করা হবে এবং সেখান থেকে এডমিন টিম সেরা আর্ট নির্বাচন করবে। মানে ৫০% মেম্বারদের রিয়েক্ট এর ভিত্তিতে আর ৫০% জাজদের উপর ভিতীত করে নির্বাচন হবে।


৬. প্রাইজ : প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিজয়ীদের জন্য থাকছে মোট ৩০০০ টাকা সমপরিমাণ মূল্যের গিফট।

আরও - এনিমে মাঙ্গা আর্ট কনটেস্ট - বাংলাদেশ মাঙ্গা রিডার্স - পিক ফিকশন


নিউ আপডেট -

আর্ট কনটেস্ট এর নতুন যুক্ত ২টি নিয়ম....

বিভিন্ন জনের পোস্টে বিভিন্ন সমস্যা হচ্ছে। এতো সমস্যা হবে পোস্ট নিয়ে কখনো ভাবিনি।একজনের পোস্টে ডেট থাকলে সিগনেচার থাকে না।সিগনেচার থাকলে ডেট থাকে না। কারো কারো পোস্টে তো কিছুই নেই।যারা সাবমিট করছে আর্ট তাদের সবাইকেই কমেন্টে বলতে হচ্ছে একই কথা। এ জন্য একটি নতুন নিয়ম এড করা হলো আর্ট কনটেস্ট এ।সবাই আশা করি এটা ফলো করবেন।


প্রথমে পোস্ট ফরম্যাট - ( এই পোস্ট ফরম্যাট এর পর থেকে সবাই ফলো করবেন কারণ অনেকের ফেক নাম থাকে যার কারনে বুঝতে সমস্যা হচ্ছে।যারা অলরেডী সাবমিট করে ফেলেছেন তাদের চেঞ্জ করার দরকার নেই।আর অনেকে দেখলাম তারিখ যেদিন সাবমিট করেছেন ওই তারিখ দিচ্ছে।যে তারিখে আর্ট কমপ্লিট করেছেন সেটি দিবেন।)


#BDMangaReaders_ArtContest

নাম :

চরিত্রের নাম :

ব্যাবহৃত উপকরন:

তারিখ:



দ্বিতীয় হচ্ছে অথেনটিক যাচাই...

এটি দেওয়ার প্রথম কোনো ইচ্ছায় ছিল না কিন্তু পরিস্থিতি এর কারণে এটি দিতে হচ্ছে। যেহেতু আমরা রুল এ বলেছি যে ফেব্রুয়ারি মাসের পর থেকে করা আর্ট শুধু গ্রহণযোগ্য হবে তাই অনেকেই দেখলাম যে ফেব্রুয়ারি এর আগের করা আর্ট এপ্রিল এর বলে চালিয়ে দিচ্ছে যা খুব নিন্দনীয়।আপনাদের কাছে আরো ১ মাস আছে আর্ট আকার জন্য।যারা এই মাসের মধ্যে আর্ট আঁকবে তারা অবশ্যই অগ্রাধিকার পাবে।আর এভাবেও আপনি আপনার আগের আর্ট ক্যাজুয়াল ভাবে পোস্ট করতে পারেন।


তো আর্ট কি আপনার এবং তারিখ কি আসলেই সঠিক এটি যাচাই এর জন্য সবাই আপনার আর্ট এর ৩ টি ছবি ডিফারেন্ট angle থেকে ছবি তুলে আমাদের পেজ পাঠাবেন।সাথে তারিখ এর যাচাই এর জন্য সবাই আপনার গ্যালারি তে আর্ট এর পিকচার এর তারিখ টি আমাদের স্ক্রিন রেকর্ড এর মাধ্যমে পাঠাবেন।


আশা করি সবাই নতুন ২ টি রুল ফলো করবেন।আর আমাদের গ্রুপে আর্ট সাবমিট করার পাশাপাশি আপনাদের ফ্রেন্ড দের ইনভাইট দিয়ে আমাদের গ্রুপটি ও যেন বড় হয় তাতে হেল্প করবেন।

আমাদের discord সার্ভার - Discord.link/AnimeBD

টেলিগ্রাম গ্রুপ - https://t.me/BangladeshAnimeLovers


তো আর দেরি কিসের.?

এখনি নিজের আর্টওয়ার্ক সাবমিট করে জিতে নিন ৩০০০ টাকা সমমূল্যের পুরস্কার...✨🏆

ইভেন্ট এ আপনার বন্ধুদের ইনভাইট করুন..✌🏼

Related Post
এনিমে মাঙ্গা আর্ট কনটেস্ট - বাংলাদেশ মাঙ্গা রিডার্স - পিক ফিকশন
এনিমে মাঙ্গা আর্ট কনটেস্ট - বাংলাদেশ মাঙ্গা রিডার্স - পিক ফিকশন 🎉 এনিমে মাঙ্গা আর্ট কনটেস্ট 🎉বাংলাদেশ মাঙ্গা রিডার্স গ্রুপের ১…
1
Judge's for Bangladesh Manga Readers Art contest - Peak Fiction
Judge's for Bangladesh Manga Readers Art contest - Peak Fiction Hello, fellow manga enthusiasts! Greetings from Source? 🎨We are thril…
1 comment
Additional JS