The way of the househusband anime review in Bangla - Peak Fiction
নাম - The way of the househusband
লিখেছেন - বিমুগ্ধ সরকার রক্তিম
অনেকেই চেনেন, কিন্তু যে পরিমাণ হইচই হওয়া দরকার সেটা এই মাঙ্গাটা পায় না। তাই আজ এটা নিয়ে দুটা কথা বলব।
যেসব মাংগা প্রচলিত তাদের মধ্যে জনপ্রিয় একটা জনরা হলো মিসআন্ডারস্ট্যান্ডিং জনরা। মানুষ ভুল বুঝে কীভাবে একটা ঘটনাকে অন্যচোখে দেখতে শুরু করে, সেটা নিয়েই গল্প আগায়। রোমান্স গল্পগুলোতে এটার জয়জয়কার। কিন্তু দারুণ কমেডিও হয় এই টাইপের। তারই অসাধারণ একটা উদাহরণ এই ‘দ্য ওয়ে অফ দ্য হাউজহাসবেন্ড’।
মূল কাহিনী:
তার জীবন কাটে ঘরজামাই হওয়াকে কেন্দ্র করে। প্রতিমুহূর্তে সে নতুন করে শেখে, নতুন করে আবিষ্কার করে, সাধারণ জীবনটাও কিন্তু ইয়াকুজা জগতের মতই। এখানেও মারামারি করতে হয়, তবে সেটা ডিস্কাউন্টে কাপড়/ডিম কেনার জন্য! মানুষের কাছ থেকে টাকা আদায় করতে হয় অনেকটা হুমকি দিয়েই, অথচ টাকাটা হয়তো কোনো কমিটির পাওয়া টাকা।
কেন এই মাংগা রেকমেন্ড করছি? কারণ তাতসু যখন কোনো কাজ করতে যায়, তখন মুখচোখ আর কাজের ভয়াবহ বিসাদৃশ্য দেখে আপনার মুখে হাসি ফুটে উঠবেই। উঠতে বাধ্য।
পড়ার আহবান।তেমন কোনো গল্প নেই এতে। খুবই সিম্পল আর লাইট হার্টেড।
Comments
Post a Comment