The way of the househusband anime review in Bangla - Peak Fiction

নাম - The way of the househusband

লিখেছেন - বিমুগ্ধ সরকার রক্তিম

The way of the househusband anime review in Bangla - Peak Fiction

অনেকেই চেনেন, কিন্তু যে পরিমাণ হইচই হওয়া দরকার সেটা এই মাঙ্গাটা পায় না। তাই আজ এটা নিয়ে দুটা কথা বলব।

যেসব মাংগা প্রচলিত তাদের মধ্যে জনপ্রিয় একটা জনরা হলো মিসআন্ডারস্ট্যান্ডিং জনরা। মানুষ ভুল বুঝে কীভাবে একটা ঘটনাকে অন্যচোখে দেখতে শুরু করে, সেটা নিয়েই গল্প আগায়। রোমান্স গল্পগুলোতে এটার জয়জয়কার। কিন্তু দারুণ কমেডিও হয় এই টাইপের। তারই অসাধারণ একটা উদাহরণ এই ‘দ্য ওয়ে অফ দ্য হাউজহাসবেন্ড’।

The way of the househusband manga review in Bangla - Peak Fiction

মূল কাহিনী:

ইয়াকুজা অর্থাৎ গ্যাং মেম্বার ইমরটাল তাতসু। পুরো এলাকায় তার ভয়াবহ কুখ্যাতি। একদিন হুট করে সে এসব ছেড়ে দিয়ে হয়ে যায় হাউজহাসবেন্ড, অর্থাৎ ঘরজামাই। মিকু নামের এক মেয়েকে বিয়ে করে সে। ঘরজামাই হলেও তার হিংস্র চেহারা আর ইয়াকুজা স্বভাব তো আর সহজে ছুড়ে ফেলতে পারে না সে। তাই সামান্য কাজ করতে গেলেও তার কথাবার্তা শুনে মনে হয় সে হুমকি দিচ্ছে। আটা কিনতে গিয়ে সে যখন দোকানদারকে বলে ‘সাদা পাউডার’ কই লুকিয়ে রেখেছেন? ভালো মালটা বের করে দেন। তখন সবার কাছেই মনে হয়, সে বোধহয় ড্রাগস এর কথা বলছে!এলাকার পুলিশ ওকে নিয়ে মহাবিপদে আছে!

The way of the househusband manga review in Bangla - Peak Fiction

তার জীবন কাটে ঘরজামাই হওয়াকে কেন্দ্র করে। প্রতিমুহূর্তে সে নতুন করে শেখে, নতুন করে আবিষ্কার করে, সাধারণ জীবনটাও কিন্তু ইয়াকুজা জগতের মতই। এখানেও মারামারি করতে হয়, তবে সেটা ডিস্কাউন্টে কাপড়/ডিম কেনার জন্য! মানুষের কাছ থেকে টাকা আদায় করতে হয় অনেকটা হুমকি দিয়েই, অথচ টাকাটা হয়তো কোনো কমিটির পাওয়া টাকা। 

কেন এই মাংগা রেকমেন্ড করছি? কারণ তাতসু যখন কোনো কাজ করতে যায়, তখন মুখচোখ আর কাজের ভয়াবহ বিসাদৃশ্য দেখে আপনার মুখে হাসি ফুটে উঠবেই। উঠতে বাধ্য।

পড়ার আহবান।তেমন কোনো গল্প নেই এতে। খুবই সিম্পল আর লাইট হার্টেড।

The way of the househusband manga review in Bangla - Peak Fiction

Peak Fiction
Bangladesh Manga Readers 

Comments

Popular posts from this blog

মাঙ্গা,নোবেল ও কমিক পড়ার ওয়েবসাইট • Websites for reading Manga,Comic or Novel - Peak Fiction

ঘসেটি বেগম কে ছিলেন? ঘসেটি বেগমের জীবনী।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।