ঘসেটি বেগম কে ছিলেন? ঘসেটি বেগমের জীবনী।
ঘসেটি বেগম: বাংলার ইতিহাসে এক অসাধারণ নারী ঘসেটি বেগম, যার আসল নাম ছিল মেহেরুন্নেসা , ছিলেন ১৮ শতকের বাংলার একজন ক্ষমতাবান নারী। তিনি নবাব আলীবর্দী খানের জ্যেষ্ঠা কন্যা এবং নবাব সিরাজউদ্দৌলার খালা ছিলেন। ষড়যন্ত্র, রাজনীতি এবং ক্ষমতার লড়াইয়ে জড়িত থাকার জন্য তিনি বাংলার ইতিহাসে একজন বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। ঢাকার নায়েব নাজিম নওয়াজিস মুহম্মদ শাহমাত জংয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁরা নিঃসন্তান হওয়ায় ঘসেটি বেগমের ছোট বোন আমেনা বেগমের ছোট ছেলে ইকরামউদ্দৌলা (সিরাজউদ্দৌলার ছোট ভাই)-কে দত্তক নেন; কিন্তু ইকরামউদ্দৌলা তরুণ বয়সে গুটিবসন্তে মারা যান। ছেলের শোকে নওয়াজিস মারা গেলে ঘসেটি বেগম উত্তরাধিকার সূত্রে স্বামীর কাছ থেকে প্রচুর সম্পদ পান। প্রাথমিক জীবন: ঘসেটি বেগম এর ছবি ঘসেটি বেগম ১৭২৫ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বুদ্ধিমান এবং সাহসী নারী। নবাব আলীবর্দী খান তাঁর মেয়েদের শিক্ষার উপর জোর দেন এবং ঘসেটি বেগম ফার্সি, আরবি এবং বাংলা ভাষায় পারদর্শী ছিলেন। তিনি রাষ্ট্রীয় বিষয় সম্পর্কেও জ্ঞান অর্জন করেন এবং রাজনৈতিক বিষয়ে তার পিতার সাথে পরামর্শ করতেন। সিরাজউদ্দৌলার ...