যে কারণে জনপ্রিয়তা হারিয়ে ফেলে Black Butler এনিমে | Peak Fiction

Black Butler anime suggestion news
যে কারণে জনপ্রিয়তা হারিয়ে ফেলে Black Butler এনিমে | Peak Fiction
এবার আসি, কেন অ্যানিমে টা নিয়ে আর কথা হয় না। অ্যানিমেটা যখন রিলিজ হচ্ছিল তখন প্রথম দিকে মাঙ্গা এর কাহিনী মোটামুটি ফলো করছিল। কিন্তু মূল কাহিনী থেকে একেবারে সরে গিয়ে অদ্ভুত এক এন্ডিং দিয়ে কাহিনী 36 এপিসোডের মধ্যে শেষ করে দেয়া হয় 2010 সালে। তখন অবশ্য মাঙ্গাতে পর্যাপ্ত কন্টেন্ট না থাকায় এমনটা করা হতে পারে। অ্যানিমে শেষ হয়ে যাবার পরেও মাঙ্গা চলতে থাকে। আসে নতুন নতুন কাহিনী ও প্লট টুইস্ট। ফলে 2014 সালে সেই কাহিনীর উপর 12 এপিসোডের আবার অ্যানিমে অ্যাডাপশন আসে, যার সাথে পূর্বের এন্ডিং এর কোনো মিলই নেই। পরবর্তী তে 2017 সালে এক মুভিও আসে। নতুন অ্যাডাপশন গুলো খুব সুন্দর হয়, একদম মাঙ্গার কাহিনী ফলো করে। কিন্তু আগের এন্ডিং দেখে হতাশ অনেকেই আর সিরিজ টি দেখে নি। বলতে গেলে অ্যানিমে টির Tokyo ghoul অ্যানিমের মতো অবস্থা হয়। আমি পার্সোনালি সাজেস্ট করবো জাস্ট মাঙ্গা টা পড়া। মাঙ্গার কাহিনী খুব সুন্দর এবং প্রতিটি ক্যারেক্টার এর ব্যাকস্টোরি উল্লেখ আছে। সেই সাথে পুরো গল্পের ডিটেইলস আছে, যা অ্যানিমে তে নেই। এই মাঙ্গা ক্রিয়েটর হলেন Yana Toboso, যিনি Disney Twisted Wonderland এর স্টোরি ও ক্যারেক্টার ডিজাইন করেছ…

About the author

I am an avid reader, particularly drawn to books and technology. My diverse interests and drive for exploration make me a well-rounded individual with a thirst for adventure. instagramfacebookyoutubepinterest

Post a Comment