ওয়ান পিস এনিমে এর ব্লাকবিয়ার্ড বাস্তব জীবনে? • Blackbeard Pirate origin in Bangla - Peak Fiction

Blackbeard Pirate peak Fiction origin story one piece

One piece এর জনপ্রিয় ভিলেন Blackbeard একজন রিয়েল পাইরেট থেকে ইন্সপায়ার হয়ে সৃষ্টি।তার রিয়েল নাম ছিল Edward Teach . তাকে চিনা হয় Lieutenant Maynard এর সাথে যুদ্ধের ফলে।যদিও সে ওই যুদ্ধে পরাজিত হয়েছিল তবুও সে ওই কারণে ব্যাপক পরিচয় লাভ করে।তাকে সবাই Blackbeard নামে চিনত তার বিশাল কালো দাড়ির কারণে যা তার পুরো মুখকে প্রায় ডেকে রাখে।সে নিজেকে আরও বেশি ভয়নক বানানোর জন্য নিজের টুপির সাথে ঝলন্ত ম্যাচ লাগিয়ে রাখত।সে ইতিহাসে পরিচয় লাভ করে তার মৃত্যুর পরের ঘটনার জন্য।তার গলা যখন Lieutenant Maynard কেটে ফেলে এবং সাগরে ফেলে দেয় তখন সে না ডুভে ৩ বার জাহাজের চারদিকে চক্কর দেয় এবং তারপর ডুভে।১৯১৭ সালে সে যখন মারা যায় তখন মারা যাবার আগে সে Lieutenant Maynard কে জিতার জন্য সাধুবাদ জানায়।তখন তার শরীরে ৫ টা গুলি এবং ২০ টা তলোয়ারের কাটা দাগ ছিল।রিয়েল লাইফ Blackbeard এনিমে এর Blackbeard থেকে অনেক বেশি ভয়ংকর ছিল।

A Peak Fiction Blog

About the author

Noman Chowdhury
I am an avid reader, particularly drawn to books and technology. My diverse interests and drive for exploration make me a well-rounded individual with a thirst for adventure. instagramfacebookyoutubepinterest

إرسال تعليق