মৃত্যুর খাতা থেকে নিজের নাম মুছে দিল মাংকি কিং - Journey to the west | Peak Fiction
"Journey to the west, monkey king,peak Fiction "
যখন মাংকি বানরদের রাজা হয় তখন বানররা তাকে বলে যে অন্যান্য বানরদের রোগ হচ্ছে এবং তারা মারা যাচ্ছে । এ থেকে বাঁচার উপায় হল যে যেকোন একজন ইম্মর্টাল এর কাছ থেকে কিভাবে ইন্মর্টাল হওয়া যায় তা শিখা তবেই তারা বাঁচতে পারবে।এরপর মাংকি কিং যায় ইমর্টালদের খোঁজে।কিন্তু সে কাওকে পায় না।এরপর প্রায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত (East to West) যাওয়ার পর সে একজনকে পায়।এবং তাকে রিকোয়েস্ট করে তাকে মার্শাল আর্ট এবং কিভাবে ইম্মর্টল হওয়া যায় তা শিখাতে।কিন্তু ওই ইম্মরটাল প্রথমে রাজি না হলেও পরে অনেক কাহিনীর পর রাজি হয় এবং ভবিষ্যতে তাকে ৭২ টি ট্রান্সফরমেশন শিখায়।এরপর সব শিখার পর সে তার আগের জায়গায় ফিরে এসে দেখে তার বানর সেনারা আস্তে আস্তে মারা যাচ্ছে যার কারণে সে একদিন যায় আন্ডার ওয়ার্ল্ড এ।সেখানে গিয়ে সে আন্ডার ওয়ার্ল্ড এর সবকিছু সে ধ্বংস করতে থাকে ।তখন Yama (Underworld King) এসে তাকে থামতে বলে এবং তার যেকোন একটি রিকোয়েস্ট মানবে বলে ওয়াদা করে।তখন সে তার যত বানর প্রজা আছে তাদের সবার নাম মৃত্যুর খাতা থেকে মুছে দিতে বলে।এইভাবে তার সাথের বানরেরাও সকল প্রকার অসুখ - ক্ষিদা - মৃত্যু থেকে রক্ষা পায়।