মাঙ্গা,নোবেল ও কমিক পড়ার ওয়েবসাইট • Websites for reading Manga,Comic or Novel - Peak Fiction

মাঙ্গা পড়ার ওয়েবসাইট, Website for reading manga free,Manga,Manhwa,Novels,Manhua,Comics,কমিক পড়ার ওয়েবসাইট,Mangakakalot

মাঙ্গা ফ্রীতে লিগ্যাল ভাবে পড়ার জন্য এখনো অনেক ওয়েবসাইট তৈরি হয় নি।আপনি চাইলে আমাজন বা অন্যান্য ওয়েবসাইট যেমন -  Crunchyroll থেকে মাঙ্গা কিনে পড়তে পারবেন।আবার ফ্রীতে পড়তে চাইলে এবং যদি মাঙ্গা লেখকদের সাহায্য করতে চান থাকলে মাঙ্গা প্লাস ব্যাবহার করতে পারেন।এই অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে লিগ্যাল ভাবে আপনি মাঙ্গা পড়তে পারবেন।এছাড়াও আরো অনেক অ্যাপ রয়েছে যারা এরকম সুবিধা দিয়ে থাকে কিন্তু আজ তাদেরকে নিয়ে নয় বরং কিছু ইলিগ্যাল ওয়েবসাইট নিয়ে কথা বলব যাতে আপনারা সহজেই মাঙ্গা পড়তে পারবেন।

এই সব ওয়েবসাইট গুলো কোনো লিগ্যাল পদ্ধতি নয়।লিগ্যাল ভাবে পড়ার সামর্থ্য থাকলে লিগ্যাল সাইট গুলো ব্যাবহার করার জন্য উৎসাহিত করা হল।(alert-warning)

নিচে শুধু আমার পছন্দের কিছু সাইটের নাম দেওয়া হল।আর যেসব সাইটে অতিরিক্ত এড দেয় সেসব সাইটে কোনো এডব্লকার ব্যাবহার করতে পারেন।বা Tachiyomi তে এইসব সাইট এর এক্সটেনশন ডাওনলোড করে নিতে পারেন)

আমাদের Discord Server এ সাইট সহ অন্যান্য অ্যাপ এর লিংক এবং এই নিয়ে বিস্তারিত দেওয়া আছে।তাই আপনারা আমাদের সার্ভার এ জয়েন হয়ে আরো সহজে এইসব সাইট সহ অন্যান্য সাইট ও ইউজ করতে পারবেন।

তো চলুন দেরি না করে শুরু করা যাক..

 প্রথমে মাঙ্গা - মানহুয়া পড়ার জন্য - 

  1. Manga Plus ( লিগ্যাল ভাবে ফ্রীতে পড়তে পারেন অনেক মাঙ্গা)
  2. Crunchyroll ( কিছু কিছু মাঙ্গা ফ্রি আবার কিছু কিছু মাঙ্গা কিনে পড়তে হবে)
  3. Webtoon ( কয়েন দিয়ে পড়া লাগে.কিন্তু অনেক ওয়েবটুনই ফ্রি)
  4. Manga Kakalot ( মাঙ্গা পড়ার সবচেয়ে বড় ওয়েবসাইট।প্রায় সকল মাঙ্গা পাবেন এতে।এছাড়াও খুবই ফাস্ট আপডেট দেয়।)
  5. Mangadex ( আরেকটি বড় ওয়েবসাইট কিন্তু এটাতে আপডেট স্লো)
  6. Readm ( হাই কোয়ালিটি পেজ এর মাঙ্গা পড়ার জন্য)
  7. ComicWalker ( কিছু মাঙ্গা ফ্রি )
  8. Mangafox ( অভারপাওয়ার্ড একশন manhwa এর ভালো কালেকশন আছে)
  9. MangaHasu ( রোমান্টিক মাঙ্গা পড়ার জন্য বেস্ট)
  10. MangaSee (শুধু মাঙ্গা পড়ার জন্য সেরা ওয়েবসাইট।সব পৃষ্ঠা হাই কোয়ালিটি এর + ভালো ভালো মাঙ্গা রেকোমেন্ড করে)
  11. ManhuaDragon ( এনসিয়েন্ট টাইপ মানহুয়া পড়ার জন্য বেস্ট)
  12. Webtoon XYZ ( হাই কোয়ালিটি + ফাস্ট আপডেট কিন্তু pornhwa দিয়ে ভর্তি।)
  13. MangaEden
  14. Mangajar
  15. MangaPark
  16. Mangago
  17. Manga Panda
  18. Manga Here
  19. Manga Freak

উপরের সব গুলোতেই মাঙ্গা মানহুয়া পাবেন।কিন্তু মানহুয়া পড়ার জন্য চেষ্টা করবেন বিভিন্ন স্কেন সাইটগুলো ফলো করতে।যেমন - AsuraScan, FlamesScan, Isekai Scan,LeviatanSca,Graze Scan,Zero Scan Etc. কারণ এরা সবার আগে মানহুয়া আপডেট করে।

লাইট নোবেল বা ওয়েব নোবেল পড়ার জন্য :

নোবেল পড়া মাঙ্গা এর থেকেও বেশি প্যারা।কারণ বেশিরভাগ কোরিয়ান বা চাইনিজ নোভেল এরই ট্রান্সলেশন খারাপ বা মেশিন ট্রান্সলেশন এর মাধ্যমে ট্রান্সলেট করা হয়েছে!

আমি নোবেল পড়ার জন্য যেসব ওয়েবসাইট ব্যাবহার করি -

  1. Readwebnovels - কোরিয়ান আর চাইনিজ নোবেল এর সংখ্যা বেশি।সিস্টেম/কল্টিভেশন এইসব নোভেল বেশি পাওয়া যায়।
  2. Box novel / Click Novel / Foxaholic / Most novel / Sky Novel - মূলত মডার্ন রোমান্টিক কোরিয়ান/চাইনিজ নোভেল পড়ার জন্য ব্যাবহার করি।তবে পাশাপাশি একশন নোভেল ও রয়েছে।
  3. ZinnNovel / Woop Read / Mystical Seires - প্রিন্সেস টাইপ নোভেল পড়ার জন্য বেস্ট।বেশিরভাগ কোরিয়ান নোভেল।
  4. Novel Multiverse - জাপানিজ নোভেল পড়ার জন্য।
  5. Divine Dao Library / Wuxia World / Royal Road / NovelTop1 - শুধুমাত্র একশন নোভেল এর জন্য।
  6. Novel Pub / Novel Full / Novel Hall - এইগুলোতে প্রায় সবগুলোই পাওয়া যাবে।

উপরের যেই সাইট গুলো বললাম ঐগুলোতে জাপানিজ / চাইনিজ / কোরিয়ান সব নোভেল ই পাবেন।আর যেগুলো তারা হাইলাইট করে সেগুলোও লিখে দিলাম।

নোবেল পড়ার জন্য আমি যে অ্যাপ গুলো ইউজ করি - 

1.Shosetsu

2.Ranobe

3.Novel Full

4.Novel Reader

5.Webnovel ( লিগ্যাল ভাবে পড়তে পারবেন )


কমিক পড়তে চাইলে -

 Readcomiconline,Comicextra,Viewcomics ওয়েবসাইট ইউজ করতে পারেন বা এই ভিডিও টা দেখতে পারেন >

About the author

Noman Chowdhury
I am an avid reader, particularly drawn to books and technology. My diverse interests and drive for exploration make me a well-rounded individual with a thirst for adventure. instagramfacebookyoutubepinterest

إرسال تعليق