কোনো অ্যাপ ছাড়াই ফ্রি ভিপিএন ব্যাবহার করবেন যেভাবে - Peak Fiction

কোনো অ্যাপ ছাড়াই ফ্রি ভিপিএন ব্যাবহার করবেন যেভাবে এবং ভিপিএন প্রোফাইল তৈরি - Peak Fiction

দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন কারণে ভিপিএন ব্যাবহার এর প্রয়োজন হয়ে থাকে। যার কারণে বিভিন্ন অ্যাপ রয়েছে।এর মধ্যে কিছু অ্যাপস্ আছে যারা ফ্রীতে সার্ভিস দিয়ে থাকে আবার কিছু অ্যাপস্ যারা টাকার বিনিময়ে সার্ভিস দেয়।কিন্তু আজ কোনো অ্যাপস্ ছাড়াই আপনি কিভাবে আপনার ফোনে ভিপিএন ব্যাবহার করতে পারবেন তা জানাবো।এটি অনেক সহজ একটি প্রক্রিয়া।শুধু মাত্র নিচের কিছু স্টেপ ফলো করলেই চলবে।


VPN profile create

প্রথমে, আপনাকে গুগলে চলে যেতে হবে এবং সার্চ দিতে হবে VPN GATE লিখে এবং প্রথম ওয়েবসাইট এ চলে যেতে হবে।সেখানে আপনি নিচের দিকে গিয়ে যেকোনো একটি সার্ভার এর "সার্ভার এড্রেস" কপি করতে হবে।

কোনো অ্যাপ ছাড়াই ফ্রি ভিপিএন ব্যাবহার করবেন যেভাবে - Peak Fiction

কপি করা হয় গেলে - 

আপনাকে চলে যেতে হবে আপনার মোবাইল সেটিংস এ এবং সেখানে গিয়ে VPN লিখে সার্চ দিন বা নেটওয়ার্ক অপশন থেকে ভিপিএন অপশন এ চলে যান।

এরপর - 

  • Add VPN অপশন এ ক্লিক করুন এবং Name অপশনে আপনার ইচ্ছা মত যেকোন একটি নাম দিন।
  • Type অপশনে ক্লিক করুন এবং L2TP/IPsec PSK অপশন সিলেক্ট করুন। 
কোনো অ্যাপ ছাড়াই ফ্রি ভিপিএন ব্যাবহার করবেন যেভাবে - Peak Fiction
  • Server Address এ একটু আগে কপি করা সার্ভার এড্রেস টি পেস্ট করুন।
  • IPsec Preshared Keyusername এবং পাসওয়ার্ড ৩ জায়গাতেই vpn লিখুন।

এবং এটি সেভ করে ফেলুন।

ব্যাস এতটুকুই, আপনার কাজ শেষ। এবার ডাটা বা ওয়াইফাই অন করে ভিপিএন প্রোফাইলটি অন করে দিন আর কোন অ্যাপস্ এর ঝামেলা ছাড়া ফ্রীতে ভিপিএন ব্যাবহার করুন।

তবে অনেক সময় সার্ভার ফুল থাকার কারণে ভিপিএন কানেক্ট না হতে পারে।তখন কিছুক্ষণ অপেক্ষা করুন বা নতুন সার্ভার এড্রেস নিয়ে নতুন VPN প্রোফাইল তৈরি করুন।(alert-error)

কোনো কিছু যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট করে জানান...

Peak fiction 

About the author

Noman Chowdhury
I am an avid reader, particularly drawn to books and technology. My diverse interests and drive for exploration make me a well-rounded individual with a thirst for adventure. instagramfacebookyoutubepinterest

إرسال تعليق