ডেথ নোট দিয়ে হত্যা করা মৃত ব্যাক্তিদের আবার ফিরিয়ে আনতে রয়েছে ডেথ ইরেজার | Peak Fiction

ডেথ নোট দেখার সময়, একটি প্রশ্ন সবসময় আমাদের মনে ঘুরপাক খায়, যদি এমন একটি উপায় থাকত যার মাধ্যমে ডেথ নোটে যার নাম লেখা আছে তাকে মৃত্যু থেকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারে?এরকমই পাইলট মাঙ্গাতে ডেথ ইরেজার নামে একটি জিনিস ছিল।এই টুলটি ব্যবহার করে যারা নোটবুকের দ্বারা নিহত হয়েছিল শুধুমাত্র তাদের নাম মুছে ফেলার মাধ্যমে তাদের পুনরুজ্জীবিত করা যেত।

 কিন্তু এই জিনিসটিকে কারো ভালো লাগেনি তাই এই নির্বোধ জিনিসটি কে মাঙ্গার পরবর্তী অংশে বরখাস্ত করা হয়েছিল এবং অ্যানিমেতে উপস্থাপন করা হয়নি। 

Death eraser Death note


Comments

Popular posts from this blog

মাঙ্গা,নোবেল ও কমিক পড়ার ওয়েবসাইট • Websites for reading Manga,Comic or Novel - Peak Fiction

ঘসেটি বেগম কে ছিলেন? ঘসেটি বেগমের জীবনী।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।