ড্রাগন বল এর ইয়ামচা সম্পর্কে একটি মজার তথ্য - Peak Fiction

ড্রাগন বল জেড-এর প্রতিটি একক গল্পে, ইয়ামচা মারা যায়, বা ইতিমধ্যেই মৃত থাকে আর না হলে সে গুরুতর আহত থাকে।টোরিয়ামা সত্যিই ইয়ামচাকে সবকিছু থেকেই বাদ করতে চায়।

এর থেকেও আরো খারাপ কি জানেন? এই লোকটি এখনো পর্যন্ত একটি মার্শাল আর্ট টুর্নামেন্ট জিতেনি। প্রতিবারই সে অংশগ্রহণ করে কিন্তু সে শুধুমাত্র কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ওঠে। আকিরা তোরিয়ামা মনে হয় তাকে ঘৃনা করে কোনো কারণে। কল্পনা করে দেখুন যে, আপনার সৃষ্টিকর্তা তার জীবনের সমস্ত হতাশা আপনার উপর ছেড়ে দিচ্ছেন। দুঃখজনক।

এবং এরপর সে মার্শাল আর্ট এর হাল ছেড়ে দিয়ে এখন বেসবল ধরেছে। আমি সত্যিই আশা করি সে এটি উপভোগ করবে। আমি বাজি ধরে বলতে পারি ইয়ামচা বেসবল এ দুর্দান্ত হতে চলেছে -

ড্রাগন বল এর ইয়ামচা সম্পর্কে একটি মজার তথ্য - Peak Fiction
ইয়ামচা বাস্কেট বল এ // আর কোনো আশা নেই


Comments

Post a Comment

Popular posts from this blog

মাঙ্গা,নোবেল ও কমিক পড়ার ওয়েবসাইট • Websites for reading Manga,Comic or Novel - Peak Fiction

ঘসেটি বেগম কে ছিলেন? ঘসেটি বেগমের জীবনী।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।