Dororo Anime Manga review in Bangla - Peak Fiction

Dororo Anime Manga review in Bangla - Peak Fiction এনিমে রিভিউ বাংলায় পিক ফিকশন
Dororo Anime Manga review in Bangla - Peak Fiction
Nam sinh dự thi tốt nghiệp THPT đợt một tại thành phố Tam Kỳ, Quảng Nam, là con của bệnh nhân mắc Covid-19 thứ 964. Thí sinh này có kết quả âm tính lần một với SARS-CoV-2. কয়েকদিন আগে DORORO anime নিয়ে একটা রিভিউ দেখলাম, সেখানে বলা হলো এটা আন্ডার রেটেড মাস্টারপিস্। সত্যিই তাই। এনিমে টা আমার আগেই দেখা ছিল। প্রচন্ড রকমের ভালো লাগা থেকে এইটার মাঙ্গা টা পড়তে গেলাম। দেখলাম মাঙ্গা টা ১৯৬৭ সালে তৈরি, মাঙ্গাকা হলেন ওসামু তেজুকা । আমি যে এনিমে টা দেখেছিলাম সেটা ছিল ২০১৯ সালের এবং মাপ্পা এর রী এডাপশন। এই মাঙ্গা এর অরিজিনাল এনিমে এডাপশন করা হয় ১৯৬৯ সালে!  কাহিনীতে দেখানো হয় কাগেমিত্সু দায়গো নামে এক জমিদার এর গ্রামে চরম দুর্ভিক্ষ ও অনাবৃষ্টি সহ নানা দুর্যোগ দেখা দেয়। কোনোভাবেই এই সমস্যা সমাধান করতে না পেরে সে শরণাপন্ন হয় এক ১২ ডেমন এর মন্দিরে। সে তাদের কাছে সাহায্য চায়, বলে সে যেকোনো কিছু দিতে রাজি, তার বদলে তারা যাতে এই বিপদ থেকে গ্রামকে রক্ষা করে। ডেমনরা তার ডাকে সাড়া দেয়। দায়গোর গ্রামে দুর্যোগ দূর হয়। যেদিন দায়গোর প্রথম সন্তান জন্ম নেয় সেদিন প্রচণ্ড আলোর ঝলকানি উঠে, এবং দায়গো ও তার স্ত্রী দেখে জ…

About the author

I am an avid reader, particularly drawn to books and technology. My diverse interests and drive for exploration make me a well-rounded individual with a thirst for adventure. instagramfacebookyoutubepinterest

Post a Comment