এনিমে ও মাঙ্গা সমাচার। এনিমে ও মাঙ্গা ফ্যাক্টস - Peak Fiction

এনিমে ও মাঙ্গা সমাচার। এনিমে ও মাঙ্গা ফ্যাক্টস - Peak Fiction

এনিমে হল এনিমেশন এর ছোট ফরম যা দ্বারা জাপানের এনিমেশনকে বুঝায়।এটি শুরু হয় ১৯১৭ সালে জাপানিজ আর্টিস্ট শিমকাওয়া অতেন,জুন ইচি কৌচি এবং সেইতারো কিতায়ামা এর মাধ্যমে।এটি ২ মিনিটের একটি ক্লিপ ছিল যেখানে আমরা দেখতে পাই একজন সামুরাই তার নতুন তরবারি টি চেক করে দেখছে।এনিমে এর কোন প্লোরাল ফরম নেই।তাই এটা Anime not Animes. জাপানে প্রতি সপ্তায় প্রায় ৪০টির মত নতুন এনিমে টিভিতে আসে।এটি মনে হয় আপনারা জানেন যে,জাপানে টয়লেট পেপারের চাইতে বেশি মাঙ্গা প্রিন্ট করতে কাগজ বেশি খরচ হয়।জাপানের সবচাইতে জনপ্রিয় মাঙ্গা লেখক হলেন তেজুকা অসামু।বেশিরভাগ জনপ্রিয় মিউজিক গুলো Ghost in the Shell এর উপর ভিত্তি করে তৈরি।জাপানে মাঙ্গা মানে হল Whimsical Pictures যার মানে হল "অদ্ভুত কল্পনাপূর্ন চিত্র"।জাপানে যখন কারো কোন মাঙ্গা পড়া শেষ হয়ে যায় তখন সে ওই মাঙ্গা টাকে কোন টেবিল বা বেঞ্চ এ রেখে যায় যেন অন্য কেও এটা নিয়ে পড়তে পারে। চীনে Death Note কে ব্যান করে দেওয়া হয় কারণ এটি দেখার পর শিশুরা Death Note Notebook কিনা শুরু করে এবং তারা যাদের অপছন্দ করত তাদের নাম লিখা শুরু করে যেন তারা মারা যায়। এছাড়াও চীনে আরো বড় বড় এনিমে যেমন Sword Art Online, Assassination Classroom,Tokyo Ghoul,Black Butler এবং Attack On Titan কে ব্যান করে দেওয়া হয় কারণ এতে এমন কিছু সিন আছে যা মানুষের নৈতিকতার বিরুদ্ধে যায়।

এখন চলুন জানা যাক কিছু এনিমে ফ্যাক্টস:

  • সবচাইতে বেশি ভয়েস পাওয়া চরিত্র
    এনিমে ও মাঙ্গা সমাচার। এনিমে ও মাঙ্গা ফ্যাক্টস - Peak Fiction  | Top Anime and Manga Facts. Peak fiction. Pinnacle Bangladesh anime society. Bangladesh Manga Readers
    Eucliwood Hellscythe হল সবচাইতে বেশি ভয়েস পাওয়া চরিত্র।তাকে মোট ২২ জন আলাদা ব্যাক্তি ভয়েস দিয়েছেন। 
  • সবচাইতে লম্বা এনিমে সিরিজ:
    এনিমে ও মাঙ্গা সমাচার। এনিমে ও মাঙ্গা ফ্যাক্টস - Peak Fiction  | Top Anime and Manga Facts. Peak fiction. Pinnacle Bangladesh anime society. Bangladesh Manga Readers
    অনেকে হয়ত ভাবেন যে One Piece হলো সবচাইতে লম্বা এনিমে সিরিজ কিন্তু তা না।Sazae-San হলো সবচাইতে লম্বা এনিমে সিরিজ যা ১৯৬৯ সাল থেকে চলে আসছে এবং এখনো চলছে।এটাতে ৭৫০০ এর বেশি এপিসোড রয়েছে এবং প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে এটি টিভিতে দেখানো হচ্ছে। 
  • স্পেস থেকে ভয়েস দেওয়া:
    এনিমে ও মাঙ্গা সমাচার। এনিমে ও মাঙ্গা ফ্যাক্টস - Peak Fiction  | Top Anime and Manga Facts. Peak fiction. Pinnacle Bangladesh anime society. Bangladesh Manga Readers
    এটি খুবই ইন্টারেস্টিং স্টোরি।স্পেস এডভেঞ্চার নিয়ে একটি এনিমে যার নাম Space Brothers হল প্রথম এনিমে যারা একজনকে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেয় যেন তার ভয়েস সত্য মনে হয়। 
  • Anime is the King of Animation: পুরো পৃথিবীর যতগুলো এনিমেশন কনটেন্ট আছে তার ৬০% হল জাপানের এনিমে। কার্টুন ও না ডিজনির এনিমেশন ও না ।আর একটি এনিমে এপিসোড তৈরি করতে $100,000 - $200,000 খরচ হয়। 
  • সবচাইতে জনপ্রিয়: Pokémon Go হলো গুগলের মধ্যে সবচাইতে জনপ্রিয় ট্রেন্ড এবং Pokémon হল সবচাইতে জনপ্রিয় সিরিজ। 
  • চিৎকার দিয়ে রিংটোন: 
    এনিমে ও মাঙ্গা সমাচার। এনিমে ও মাঙ্গা ফ্যাক্টস - Peak Fiction  | Top Anime and Manga Facts. Peak fiction. Pinnacle Bangladesh anime society. Bangladesh Manga Readers  attack on Titan
    ২০১৫ সালে আর্মিন(AOT) এর চিৎকার সবচাইতে জনপ্রিয় রিংটোন হিসেবে #1 হিসেবে স্থান দখল করে। 
  • ডেথ নোট আরেক সিরিজের কপি: একটি মাঙ্গা যার নাম The Miraculous Notebook of Fushigi na Techou যা ১৯৭৩ সালে রিলিজ হয় এবং এটাতে দেখানো হয় যে একজন মধ্য বয়স্ক লোক যে একটি নোট পায় যার মধ্যে সে যার নাম লিখে সেই মারা যায়।অন্যদিকে ডেথ নোট রিলিজ হয় ২০০৩ সালে ।যদিও এটি কনফার্ম না যে লেখক কি ওটা থেকেই বানিয়েছেন নাকি coincidence ছিল। 
  • জাপানে এনিমে কি পরিমান পপুলার?: জাপানে যারা নিজেদের Otaku এবং Weeb বলে দাবি করে তারা তাদের সোসাইটির বদ নজরে পড়ে।যদিও জাপানে পুরো একটি শহরকে(Akihabara) এনিমের জন্য দান করা হয়েছে তবু সাধারণ মানুষ এনিমে ফ্যানদের পরিহার করে চলে।অন্যদিকে জাপানে শোনা মিউজিকগুলোর মধ্যে ৮৫% মিউজিক গুলো কোন না কোন এনিমের ওপেনিং বা এন্ডিং। 
  • এনিমের মধ্যে ভবিষ্যত: JoJo's Bizarre Adventure এর একটি চরিত্র Boingo ।সে একবার তার ভবিষ্যত কি হতে পারে সেই ক্ষমতা প্রয়োগ করে এবং আমেরিকার 9/11 এর পূর্বাভাস করে।এটি ওই ঘটনার ১১ বছর আগের কাহিনী।লেখক যখন এটা পরে জানতে পারে তিনিও বিস্মিত হয়ে পড়েন। 
  • Orange Hokage: Naruto যখন hokage হয় তখন যে নিজেকে Orange Hokage হিসেবে পরিচয় দেয়।ফ্যানরা মনে করত যে Naruto এর কমলা রঙের পোশাক এর কারণেই হয়ত এটা বলত কিন্তু তা না।এটার দ্বারা তার বাবা মাকে রেফার করা হয়।তার মা যার চুলের রং ছিল লাল এবং তার বাবা যার চুলের রঙ ছিল হলুদ।যারা আর্ট এর ক্লাস নিয়েছেন তারা হয়ত জানেন যে লাল এবং হলুদ মিললে কমলা রং তৈরি হয়।একইসাথে ফ্যানরা সবসময় ভাবত যে সেই Uzumaki ক্ল্যান এর লাস্ট মেম্বার কিন্তু তা ভুল।আরো অনেকে এখনো জীবিত আছে ।


Please Share With Your Friends And Join Our Group ✌️

লিখা - রিদুয়ান চৌধুরী নোমান

আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিতে এখানে ক্লিক করুন 

Comments

Popular posts from this blog

মাঙ্গা,নোবেল ও কমিক পড়ার ওয়েবসাইট • Websites for reading Manga,Comic or Novel - Peak Fiction

ঘসেটি বেগম কে ছিলেন? ঘসেটি বেগমের জীবনী।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।