ওয়ান পিস এনিমে ফান ফ্যাক্টস - Peak Fiction
২০২০ সালের টোকিও অলিম্পিক
জাপান অলিমিম্পিক ২০২০ সালের টোকিও অলিম্পিক এর জন্য এনিমে চরিত্রদের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করে যদিও কোভিড এর কারণে সেটি ২০২১ সালে অনুষ্ঠিত হয়।সেখানে ৭ টা এনিমে চরিত্র এর মধ্যে লুফি ও ছিল।একজন অলিম্পিক প্লেয়ার লোফি এর দ্বিতীয় গিয়ার এর পোজও দেয় তার ম্যাচ এর পূর্বে।সেই প্লেয়ার গোল্ড মেডেল জিতে নেয় পরবর্তীতে।
গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড
Editor-in-chief Nakano received the updated official Guinness World Records certificate |
আইকিউ টেস্ট করতে গেলে ওয়ান পিস ফ্যান হতে হবে
সবচেয়ে দুর্বল চরিত্র
অনেকদিন ধরেই অনেকের জানার ইচ্ছা ছিল মেইন চরিত্র গুলোর মধ্যে শক্তির দিক দিয়ে সবচেয়ে দুর্বল কে?বেশিরভাগ এরই মতে নামি হলো সবচেয়ে দুর্বল চরিত্র কিন্তু ইছিরো ওদা অন্য একটি মতামত জানিয়েছেন। ইচিরো ওদা এর মতে স্ট্র হেট পাইরেট দের মধ্যে সবচেয়ে দুর্বল হলো উষ্যপ। হ্যা এভাবে ফাইটের সময় উস্যপ শক্তিশালী হলেও রাঙ্কিং এর দিক দিয়ে স্ট্র হেট পাইরেট দের মধ্যে সবচেয়ে নিম্নে সে।
লুফির নিষ্পাপ মন
ড্রাগন বল সিরিজের নিম্বাস ক্লাউড কথা মনে আছে? কেবলমাত্র বিশুদ্ধ হৃদয়ের লোকেরাই গোকুর মতো নিম্বাসে চড়তে পারে। ড্রাগন বল সিরিজ এবং ওয়ান পিস এর একটি ক্রসওভার এর মধ্যে Luffy কোনো অসুবিধা ছাড়াই এটি চালাতে সক্ষম হয়েছিল। যার দ্বারা লুফির পিউর মনের পরিচয় পাওয়া যায়।
ওয়ান পিস তৈরির পিছনে ইন্সপাইরেশন
ইচিরো ওদা শুধু একজন মাঙাকা না বরং মাঙ্গা এর একজন ফ্যান ও বলা চলে।ছোট থেকেই সে মাঙ্গা পড়তে ভালোবাসে। আর তার প্রিয় মাঙ্গা টি ভবিষ্যতে ওয়ান পিস বানানোর পিছনে ইনস্পাইরেশন হয়ে উঠেছে। যে মাঙ্গা টি ইন্সপায়ার করেছে তা আর কেও না বরং ড্রাগন বল সিরিজ।ইচিরো ওদা গোকু এর মত একটি বাচ্চা সুলভ চরিত্র তৈরি করতে চেয়েছিল।
মাঙ্গা আঁকতে গিয়ে ইমোশনাল
ওয়ান পিস মাঙ্গা পড়তে বা এনিমে দেখতে গিয়ে কি কখনো ইমোশনাল হয়ে পড়েছেন?আপনি না হলেও এর সৃষ্টিকর্তারা ঠিকই হয়েছে।মেরি এর ফুনারেল আঁকতে গিয়ে ইচিরো ওদা সহ কিছু সহকর্মীরাও কেঁদে দিয়েছিল বলে জানা যায়।
ওয়ান পিস এর এন্ডিং কে কে জানে!?
খুব কম লোকই জানে কিভাবে ওয়ান পিস শেষ হবে। প্রত্যেক ওয়ান পিস ফ্যান ওয়ান পিস এর সমাপ্তি জানতে চায়। ওডা ছাড়া আরও একজন আছেন যে জানে কীভাবে ওয়ান পিস শেষ হবে। একজন শিশু যে ক্যান্সার রোগে ভুগছিল এমন একটি শিশুর কাছে ওদা ওয়ান পিসের সমাপ্তি প্রকাশ করে।
বাস্তব কবরস্থান
জাপানে, ইউনিভার্সাল স্টুডিও জাপানের মধ্যে "ফায়ার ফিস্ট এস" এবং "হোয়াইটবিয়ার্ড" এর আসল কবর রয়েছে যা আপনি বাস্তবে পরিদর্শন করতে পারেন।তাদের কবর মাঙ্গা এবং অ্যানিমের মতো একই রকম। এই কবরগুলি ২০১৩ সালে ওয়ান পিস ভক্তদের জন্য তৈরি করা হয়েছে।
ওদা এর প্রিয় ডেভিল ফ্রুট
ওয়ান পিস ভক্ত হিসাবে সবাই ডেভিল করে এর শক্তি চায়। ওদা জানায় যদি ওয়ান পিস বাস্তব হয় তাহলে কোন ডেভিল ফ্রট এর পাওয়ার সে চায়. তা আর অন্য কিছু না বরং নিকো রবিনের ডেভিল ফ্রুট এর শক্তি। কেন? কারণ এটি তাকে আগের চেয়ে দ্রুত ওয়ান পিস আঁকতে সাহায্য করবে।
নারাতু নাম নিয়ে দ্বন্ধ
নারুটো এবং ওয়ান পিস একই বছর - ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল৷ সানজির আসল নাম "নারুটো" প্রথম রাখা হয়েছিল কিন্তু যখন ওডা জানে যে, একই নামে সম্পূর্ণ নতুন মাঙ্গা সিরিজ প্রকাশিত হতে চলছে, তখন তিনি সানজির নাম পরিবর্তন করেন৷ দুই এনিমে মাঙ্গা এর মধ্যেই অনেক হিন্ট ছিল একে অপরের। যেমন - আপনারা হোকাগে এর মূর্তির উপর নারাটু কে Strawhat এর প্রতীক আঁকতে দেখতে পারবেন। এছাড়াও "রোম্যান্স ডাউন"-এ লুফি নারুটোর প্রিয় রামেন খাচ্ছিল।
লুফী কাওকে কখনো খুন করে নি
ওয়ান পিস এ প্রচুর লড়াইয়ের দৃশ্য রয়েছে যেখানে লুফি প্রতিপক্ষকে মারধর করে। কিছু মারামারি নরকের মতো নৃশংস। কিন্তু আপনি জানেন কি? লুফী ওয়ান পিস এ কাউকে হত্যা করেনি? একটি চরিত্রও নয়। লফির সাথে লড়াই করা প্রতিটি চরিত্র জীবিত এবং তাদের মধ্যে কেউ কেউ প্রতিশোধ নিতে প্রস্তুত।
ভয়েস দিয়েছে মহিলারা
লূফি বিশ্বের সবচেয়ে সহজে স্বীকৃত অ্যানিমে চরিত্রগুলির মধ্যে একটি। দীর্ঘ সময় ধরে দর্শকদের মাতিয়ে রেখেছে সে।লোফী এর ভয়েস আইকনিক এবং এর পিছনে ২ জন মহিলা এর অবদান রয়েছে। এটি মায়ুমি তানাকা (জাপানি ডাব) এবং কলিন ক্লিনকেনবিয়ার্ড (ফুনিমেশন ইংলিশ ডাব) দ্বারা করা দুর্দান্ত ভয়েস আর্টিস্ট দের জন্য। মহিলা হওয়া সত্ত্বেও, তারা উভয়ই কোনও সমস্যা ছাড়াই লুফিকে ভয়েস করতে পেরেছিলেন। এটি উভয় কণ্ঠ অভিনেত্রীর অবিশ্বাস্য প্রতিভার একটি উদাহরণ।
চরিত্র গুলোর দেশ কি?
ওডা ওয়ান পিস ক্রু-এর প্রতিটি চরিত্রের মূল দেশ প্রকাশ করেছে যদি তারা বাস্তব জগতের হতো।
ব্রাজিল থেকে মাংকি ডি লুফি
Usopp দক্ষিণ আফ্রিকান
নামি সুইডেন থেকে।
Roronoa Zoro জাপান থেকে।
সাইবোর্গ ফ্রাঙ্কি একজন আমেরিকান।
নিকো রবিন রাশিয়ার
সানজি ফরাসী
টনি চপার কানাডা থেকে আর
সোল কিং ব্রুক হলো অস্ট্রিয়ান।
এই ছিল আজকের মত।আশা করি সবার এটা পড়ে ভালো লাগবে। আমাদের এই পোস্টটি আপনার ওয়ান পিস ফ্রেন্ডদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের গ্রো করতে সাহায্য করতে পারেন।আর কোনো ভুল ক্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন।আপনার কোনো আর্টিকেল যদি সাবমিট করতে চান তাহলে আমাদের এই ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাতে পারেন - Peak Fiction.
আমাদের ফেসবুক গ্রুপ - Bangladesh Manga Readers
Comments
Post a Comment