Kowloon Generic romance manga review in Bangla - Peak Fiction
Kowloon Generic romance
সত্যি বলছি, নস্টালজিয়া ব্যাপারটা গল্পে বা কোনো লেখায় ফুটে উঠতে দেখলে প্রচন্ড ভালো লাগে আমার। একটা সময় ফেলে এসেছি, সেটাতে আর ফিরে যাওয়া সম্ভব না। কিন্তু বই আর সিনেমা এমন অসাধারণ একটা জিনিস, যা টাইম মেশিনের মতো আমাদের সেই সময়ে নিয়ে যেতে পারে, সেটা মানেন?
গল্পের কাহিনী :
Kowloon শহর একটা আইসোলেটেড শহর। চারদিক থেকে বিশাল আকারের বিল্ডিংই এর বর্ডার। এর ভেতরে আলাদা একটা কালচারের সমাজ গড়ে উঠেছে, যা এর বাইরের কোণো জায়গার সাথে মেলে না। আমি ভেবেছিলাম এটা বোধহয় বাস্তবে সম্ভব না, কিন্তু আসলেই চায়নায় এই শহরের অস্তিত্ব ছিল! কমেন্টে দিচ্ছি। পরে ভেঙ্গে তা নতুন করে গড়ে তোলা হয়েছে। লেখক সেই সময়ের নস্টালজিয়া, সে সময়টাকে ফোটানোর জন্যই বোধহয় এই মাঙ্গাটা লিখে যাচ্ছেন। সেই সাথে তার অতিপরিচিত পরিণত রোমান্স তো রয়েছেই।
আপনি ছোটবেলায় যে মফস্বল এলাকায় বড় হয়েছেন সেটার কথা চোখ বন্ধ করে ভাবুন। অলিগলিতে বন্ধুদের সাথে ক্রিকেট খেলছেন, মাঠে ফুটবল, লাটিম ঘুরাচ্ছেন, মার্বেল খেলে জিতে যাচ্ছেন, পাড়ার মুদি দোকানদার এর দোকান থেকে মেরি বিস্কুট কিনে বাসায় যাচ্ছেন বাবার হাত ধরে। শবে বরাতের রাতে হালুয়া রুটি পাশের বাসায় নিচ্ছেন, ঈদের আনন্দ—সবকিছু মনে পড়ে?
অনেককথা লিখে ফেললাম। এই লেখকের আরেকটা জিনিস খুব ভালো লাগে। সাইড ক্যারেক্টারদের চমৎকারভাবে ডেভেলপ করেন তিনি।
Hmm valo eta
ReplyDelete