The way of the househusband anime review in Bangla - Peak Fiction

The way of the househusband manga review in Bangla - Peak Fiction.An awesome manga to brighten your mood.
The way of the househusband anime review in Bangla - Peak Fiction
নাম - The way of the househusband লিখেছেন - বিমুগ্ধ সরকার রক্তিম অনেকেই চেনেন, কিন্তু যে পরিমাণ হইচই হওয়া দরকার সেটা এই মাঙ্গাটা পায় না। তাই আজ এটা নিয়ে দুটা কথা বলব। যেসব মাংগা প্রচলিত তাদের মধ্যে জনপ্রিয় একটা জনরা হলো মিসআন্ডারস্ট্যান্ডিং জনরা। মানুষ ভুল বুঝে কীভাবে একটা ঘটনাকে অন্যচোখে দেখতে শুরু করে, সেটা নিয়েই গল্প আগায়। রোমান্স গল্পগুলোতে এটার জয়জয়কার। কিন্তু দারুণ কমেডিও হয় এই টাইপের। তারই অসাধারণ একটা উদাহরণ এই ‘ দ্য ওয়ে অফ দ্য হাউজহাসবেন্ড ’। মূল কাহিনী: ইয়াকুজা অর্থাৎ গ্যাং মেম্বার ইমরটাল তাতসু। পুরো এলাকায় তার ভয়াবহ কুখ্যাতি। একদিন হুট করে সে এসব ছেড়ে দিয়ে হয়ে যায় হাউজহাসবেন্ড, অর্থাৎ ঘরজামাই। মিকু নামের এক মেয়েকে বিয়ে করে সে। ঘরজামাই হলেও তার হিংস্র চেহারা আর ইয়াকুজা স্বভাব তো আর সহজে ছুড়ে ফেলতে পারে না সে। তাই সামান্য কাজ করতে গেলেও তার কথাবার্তা শুনে মনে হয় সে হুমকি দিচ্ছে। আটা কিনতে গিয়ে সে যখন দোকানদারকে বলে ‘সাদা পাউডার’ কই লুকিয়ে রেখেছেন? ভালো মালটা বের করে দেন। তখন সবার কাছেই মনে হয়, সে বোধহয় ড্রাগস এর কথা বলছে!এলাকার পুলিশ ওকে নিয়ে মহাবিপদে আছে! তার জীবন কাটে ঘরজামাই হওয়াক…

About the author

I am an avid reader, particularly drawn to books and technology. My diverse interests and drive for exploration make me a well-rounded individual with a thirst for adventure. instagramfacebookyoutubepinterest

Post a Comment