Twilight Poem webtoon review in Bangla - Peak Fiction

Twilight Poem Anime review in Bangla - Peak Fiction Heeran love song review peak ficition
Twilight Poem webtoon review in Bangla - Peak Fiction
কিছুদিন আগে Twilight Poem Webtoon টি পড়া শুরু করলাম। কাহিনীর পাশাপাশি আর্ট স্টাইল এত সুন্দর যে এটা নিয়েই দিনরাত পরে আছি। Huiran নামক এক রাজ্যে ছিল এক রাজা, যার ছিল তিন জন প্রিন্স। এর মধ্যে তৃতীয় প্রিন্স ছিল অত্যন্ত সুদর্শন। ফলে তার সাথে রাজার এক উপস্ত্রীর সম্পর্ক গড়ে ওঠে। তাদের এক কন্যা সন্তানেরও জন্ম হয়। রাজা এতে ভীষণ ক্ষুব্ধ হয়। কিন্তু নিজেরই রক্ত ঐ শিশুটির শরীরে বইছে দেখে রাজা তাকে ফেলে দিতে পারে না। শিশুটিকে প্রাসাদের সবচেয়ে নিম্নতর দাসীদের হাতে তুলে দেয়, তাকে বড় করার জন্য। তার নাম রাখা হয় Princess Soru, যার অর্থ tears and troubles নামের সাথে যেন Soru এর জীবন অক্ষরে অক্ষরে মিলে যায়। ছোট বেলা থেকেই সে ডেমন দেখতে পারে। অনেক সাহায্য চাওয়ার পরও কেউ এগিয়ে আসে না, তারা ভাবে মেয়েটি কে ভুতে ধরেছে। একদিন প্রচন্ড বজ্রপাতে প্রাসাদের এক অংশে আগুন ধরে যায়। কেউ না বাঁচলেও Soru র কোনো ক্ষতি হয় না। তখনই তার কানে নানা আওয়াজ আসতে থাকে। তাকে ঐ ডেমন গুলো খেয়ে ফেলতে চায়। ফলে ডেমনদের মাঝে ঝগড়া শুরু হয় এবং এক পর্যায়ে সবচেয়ে শক্তিশালী ডেমনটি অন্যান্য ডেমনগুলো গিলে ফেলে। Soru কে খেতে গেলে সেই ডেমনটি বুঝ…

About the author

I am an avid reader, particularly drawn to books and technology. My diverse interests and drive for exploration make me a well-rounded individual with a thirst for adventure. instagramfacebookyoutubepinterest

Post a Comment