0
Home  ›  BanglaFiction  ›  News  ›  SuggestionBox

যে কারণে জনপ্রিয়তা হারিয়ে ফেলে Black Butler এনিমে | Peak Fiction

"Black Butler anime suggestion news"

যে কারণে জনপ্রিয়তা হারিয়ে ফেলে Black Butler এনিমে | Peak Fiction | পিক ফিকশন-1
এবার আসি, কেন অ্যানিমে টা নিয়ে আর কথা হয় না। অ্যানিমেটা যখন রিলিজ হচ্ছিল তখন প্রথম দিকে মাঙ্গা এর কাহিনী মোটামুটি ফলো করছিল। কিন্তু মূল কাহিনী থেকে একেবারে সরে গিয়ে অদ্ভুত এক এন্ডিং দিয়ে কাহিনী 36 এপিসোডের মধ্যে শেষ করে দেয়া হয় 2010 সালে। তখন অবশ্য মাঙ্গাতে পর্যাপ্ত কন্টেন্ট না থাকায় এমনটা করা হতে পারে। অ্যানিমে শেষ হয়ে যাবার পরেও মাঙ্গা চলতে থাকে। আসে নতুন নতুন কাহিনী ও প্লট টুইস্ট। ফলে 2014 সালে সেই কাহিনীর উপর 12 এপিসোডের আবার অ্যানিমে অ্যাডাপশন আসে, যার সাথে পূর্বের এন্ডিং এর কোনো মিলই নেই। পরবর্তী তে 2017 সালে এক মুভিও আসে। নতুন অ্যাডাপশন গুলো খুব সুন্দর হয়, একদম মাঙ্গার কাহিনী ফলো করে। কিন্তু আগের এন্ডিং দেখে হতাশ অনেকেই আর সিরিজ টি দেখে নি। বলতে গেলে অ্যানিমে টির Tokyo ghoul অ্যানিমের মতো অবস্থা হয়। আমি পার্সোনালি সাজেস্ট করবো জাস্ট মাঙ্গা টা পড়া। মাঙ্গার কাহিনী খুব সুন্দর এবং প্রতিটি ক্যারেক্টার এর ব্যাকস্টোরি উল্লেখ আছে। সেই সাথে পুরো গল্পের ডিটেইলস আছে, যা অ্যানিমে তে নেই। এই মাঙ্গা ক্রিয়েটর হলেন Yana Toboso, যিনি Disney Twisted Wonderland এর স্টোরি ও ক্যারেক্টার ডিজাইন করেছেন। 

আরও - ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস - Peak Fiction

আরও - এনিমে ও মাঙ্গা সমাচার। এনিমে ও মাঙ্গা ফ্যাক্টস - Peak Fiction

আরও - ডেথ নোট দিয়ে হত্যা করা মৃত ব্যাক্তিদের আবার ফিরিয়ে আনতে রয়েছে ডেথ ইরেজার | Peak Fiction

Written by - Rudaiba Adnina

আরও - মাঙ্গার উৎপত্তি | কিভাবে সর্ব প্রথম মাঙ্গা প্রকাশ শুরু হয়েছিল? - Peak Fiction

Status : Ongoing

Related Post
মাঙ্গার উৎপত্তি | কিভাবে সর্ব প্রথম মাঙ্গা প্রকাশ শুরু হয়েছিল? - Peak Fiction
মাঙ্গার উৎপত্তি | কিভাবে সর্ব প্রথম মাঙ্গা প্রকাশ শুরু হয়েছিল? - Peak Fiction Peak Fictionঅনেক পুরানো সংস্কৃতিতে, গল্প বলার জন্য কিছু লিখা বিবরণ সহ …
প্যান্ডোরার বক্স | গ্রীক পুরাণ কাহিনী | Greek Story in Bangla | Peak Fiction
প্যান্ডোরার বক্স | গ্রীক পুরাণ কাহিনী | Greek Story in Bangla | Peak Fiction প্যান্ডোরা এর বক্সপ্রমিথিউস মানুষকে আগুন দেওয়ার পর, জিউস প্রতিশ…
হাত দিয়ে স্পর্শ করলেই স্বর্ণ । গ্রীক পুরাণ কাহিনী। Peak Fiction - Story of King Midus
হাত দিয়ে স্পর্শ করলেই স্বর্ণ । গ্রীক পুরাণ কাহিনী। Peak Fiction - Story of King Midus মিডাস ছিলেন ফ্রিজিয়ার রাজা। একদিন মিডাসের কিছু লোক বাগানের কাছে একজন …
ডিসি ইউনিভার্সের সেরা ৫ জন স্পিডস্টার্স - Peak Fiction
ডিসি ইউনিভার্সের সেরা ৫ জন স্পিডস্টার্স - Peak Fiction আজকে আলোচনা করব ডিসি ইউনিভার্স এর সেরা ৫ জন স্পিডস্টারস কে নিয়ে।সুপার…
Post a Comment
Additional JS