Olgami Manhwa review in Bangla - Peak Fiction
"Olgami / Trapped Manhwa review in Bangla - Peak Fiction"
Vampire love story তো অনেক পড়া হয়। ফিমেল লিড এর সাথে হঠাৎ এক সুদর্শন ভ্যামপায়ার এর দেখা এবং তাদের প্রেমে পড়ার গল্প তো অনেক দেখা হয়েছে। কিন্তু এসব কিছু কে ফেলে ফিমেল লিড এর কঠিন জীবন টা কে আরো কঠিন করে দেয়া এক ভ্যামপায়ারের গল্প হলো Olgami বা Trapped। হান চে-আ, একজন সাধারণ টেক্সি ড্রাইভার, একদিন দেখতে পায় পার্ক ইয়ুন-স্যু কে এক মেয়ের সাথে। পার্ক ইয়ুন-স্যু একজন inhumanly perfect ছেলে, যার সাথে হান চে-আ এর প্রতি রবিবার চার্চ এ দেখা হয়, তবে তাদের কেবল হ্যালো হাই এর সম্পর্ক। ঘটনাক্রমে চার্চের অন্যান্য মানুষের সামনে হান চে-আ বলে দেয় সে পার্ক ইয়ুন-স্যু কে এক মেয়ের সাথে দেখে। এটা শোনার পর পার্ক ইয়ুন-স্যু অনেক টা চমকে যায় এবং হান চে-আ এর টেক্সি তে উঠে, সেই সাথে গাড়ির ডিকি তে তার এক সুটকেস রেখে দেয়। গন্তব্য স্থানে পার্ক ইয়ুন-স্যু কে নামিয়ে নিজের বাসায় পৌছানোর সময় হান চে-আর খেয়াল হয় ইয়ুন-স্যু তার সুটকেস টা ফেলে গেছে। ঠিক তখনই পার্ক ইয়ুন-স্যুর কল আসে, এবং সে চে-আ কে বলে সুটকেস টা খুলতে। সুটকেস খুলে আর তেমন কিছু না, সে দেখতে পায় ইয়ুন-স্যুর সাথে থাকা ঐ মেয়েটির লাশ! শুরু হয় ইয়ুন-স্যুর ব্ল্যাকমেইল।
![]() |
Trapped Manhwa |