Olgami Manhwa review in Bangla - Peak Fiction

Olgami Manhwa review in Bangla - Peak Fiction

Vampire love story তো অনেক পড়া হয়। ফিমেল লিড এর সাথে হঠাৎ এক সুদর্শন ভ্যামপায়ার এর দেখা এবং তাদের প্রেমে পড়ার গল্প তো অনেক দেখা হয়েছে। কিন্তু এসব কিছু কে ফেলে ফিমেল লিড এর কঠিন জীবন টা কে আরো কঠিন করে দেয়া এক ভ্যামপায়ারের গল্প হলো Olgami বা Trapped। হান চে-আ, একজন সাধারণ টেক্সি ড্রাইভার, একদিন দেখতে পায় পার্ক ইয়ুন-স্যু কে এক মেয়ের সাথে। পার্ক ইয়ুন-স্যু একজন inhumanly perfect ছেলে, যার সাথে হান চে-আ এর প্রতি রবিবার চার্চ এ দেখা হয়, তবে তাদের কেবল হ্যালো হাই এর সম্পর্ক। ঘটনাক্রমে চার্চের অন্যান্য মানুষের সামনে হান চে-আ বলে দেয় সে পার্ক ইয়ুন-স্যু কে এক মেয়ের সাথে দেখে। এটা শোনার পর পার্ক ইয়ুন-স্যু অনেক টা চমকে যায় এবং হান চে-আ এর টেক্সি তে উঠে, সেই সাথে গাড়ির ডিকি তে তার এক সুটকেস রেখে দেয়। গন্তব্য স্থানে পার্ক ইয়ুন-স্যু কে নামিয়ে নিজের বাসায় পৌছানোর সময় হান চে-আর খেয়াল হয় ইয়ুন-স্যু তার সুটকেস টা ফেলে গেছে। ঠিক তখনই পার্ক ইয়ুন-স্যুর কল আসে, এবং সে চে-আ কে বলে সুটকেস টা খুলতে। সুটকেস খুলে আর তেমন কিছু না, সে দেখতে পায় ইয়ুন-স্যুর সাথে থাকা ঐ মেয়েটির লাশ! শুরু হয় ইয়ুন-স্যুর ব্ল্যাকমেইল।

Olgami Manhwa review in Bangla - Peak Fiction
Trapped Manhwa

কাহিনী thriller এ এত ভরপুর যে এক বসায় পুরো Webtoon টি পড়ে ফেলতে ইচ্ছে হবে। গল্পটিতে রোমান্স অনেক স্লো, তবে রোমান্টিক সিন গুলো চমৎকার। Webtoon টি আমার ভালো লাগার মূল কারণ হচ্ছে, ফিমেল লিড একজন badass, hot headed, rational character। মেইল লিড অনেকটা sadist, psycho টাইপ। কাহিনীর শুরুতে চে-আ এর খারাপ দিন গেলেও ঠিকই সে নিজেকে বাঁচিয়ে নেয়, আর সুযোগ পায় ইয়ুন-স্যু কে শায়েস্তা করার। কাহিনী এভাবেই এগিয়ে যায়, যেখানে দুইজনই life and death game খেলে, এবং একে অপরের জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে যায়।

Olgami or Trapped Manhwa review in Bangla - Peak Fiction

Written by - Rudaiba Adnina
Status : Ongoing

Comments

Popular posts from this blog

মাঙ্গা,নোবেল ও কমিক পড়ার ওয়েবসাইট • Websites for reading Manga,Comic or Novel - Peak Fiction

ঘসেটি বেগম কে ছিলেন? ঘসেটি বেগমের জীবনী।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।