0
Home  ›  BanglaFiction  ›  inBangla  ›  Origin

Kid Buu Origin In Bangla | কিড বু এর অরিজিন | ড্রাগন বল - Dragon Ball | Peak Fiction

"Kid Buu Origin In Bangla | কিড বু এর অরিজিন | ড্রাগন বল - Dragon Ball | Peak Fiction Kid Buu Origin In Bangla Peak Fiction "

Kid Buu Origin In Bangla Peak Fiction
Kid Buu
By Peak Fiction 

Overview 
Kid Buu হল মাজিন বু এর অরিজিনাল ফরম।মাজিন বু এর অন্যন্য ফরম এর মত না এটি।এই ফর্মে সে যুক্তিহীন এবং সতস্ফুর্ত থাকে।সে নিজের যা মনে চায় তাই করতে চায়।এমনকি নিজের শরীর ধ্বংস করে পৃথিবীকে ধ্বংস করতে চায়।সে যেরকম অন্যান্য ফরম এর তুলনায় ছোট তেমনি সে অন্যন্য ফরম থেকে ক্ষতিকারক তার অনিশ্চিয়তা এবং কু কাজের জন্য।সে সকল প্রকার বাধা থেকে মুক্ত এবং তার মধ্যে কোন বিবেক নেই যার কারণে সে প্রচুর প্রাণবন্ত।তার মধ্যে শিশুর পার্সোনালিটি রয়েছে যার কারণে সে নিজের ধ্বংসাত্মক কাজ দেখে নিজেই সবসময় আনন্দিত হয় ।
বু এর অস্তিত্ব রয়েছে শুধু ধ্বংসের জন্য।সে মহাবিশ্বে ধ্বংস করে আনন্দ পায়।সে নিজের পাওয়ার লিমিট ব্রেক করতেও পছন্দ করে।সে নিষ্টুর।সে পুরো প্ল্যানেট ধ্বংস করে ফেলে ভেজিটা আর গোকু না আসার কারনে । আসলে সে চায় না তার শিকার এর প্রতি কোন কষ্ট আনতে।সে ফ্যাট বু এর মতই ।সে যেই ভাবে জানে সেই ভাবেই মজা করে। ফ্যাট বু মিস্টার সাতান এর সাথে দেখা করার আগে একইভাবে ধ্বংস করে মজা করেছিল।

Origin

Kid Buu Origin In Bangla Peak Fiction

যদিও Shin বলেছিল যে Bibidi তাকে বানিয়েছে কিন্তু এটা ভুল।তার অস্তিত্ব ইউনিভার্স শুরুর প্রথম থেকেই রয়েছে।সে সব সময় ধ্বংস যজ্ঞ এবং হাইবারনেশন এর মধ্যেই রয়েছে।আর এই হাইবারনেশন এর মাঝে সে নানা প্রকার খারাপ ইলিমেন্ট সংগ্রহ করেছে এবং আরও বেশি হিংস্র হয়েছে।ইভিল উইজার্ড বিবিদি শুধু তার হাইবারনেশন থেকে উঠানোর জন্য যা দরকার তা জানত। বিবীদী কিন্তু তাকে ৫ মিলিয়ন বছর পূর্বে হাইবারনেশন থেকে জাগায়।তার মানে তার বয়স ৫ মিলিয়নের চেয়েও বেশি। 

List of Characters killed by Buu
১/Everyone in Planet Alpha
২/West Supreme Kai
৩/North Supreme Kai
৪/Gohan
৫/Gotten
৬/Trunks
৭/Piccolo
৮/Tien
৯/ChiaoTzu
১০/Krillin
১১/Yajirobepius.

আরও - ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস - Peak Fiction

Abilities (শুধুমাত্র গুরুত্বপুর্ণ গুলো তুলে ধরা হয়েছে) 

Kid Buu Origin In Bangla Peak Fiction
উড্ডয়ন
Ki ব্যাবহার করে উড়তে পারে।
Ki Blast
সবচাইতে বেসিক এনার্জি ওয়েভ।কিন্তু যখন বু এটা ইউজ করেছিল তখন তার পাওয়ার এত ছিল যে এটা পৃথিবীর মত প্ল্যানেট কে ধ্বংস করে দিতে পারে।
Unknown Power
বু এর অন্যরকম Ki সিগনেচার রয়েছে যার কারণে সে কতটা শক্তিশালী তা বুঝা যায় না।এর কারণে বু নিজেই জানে না সে শক্তিশালি নাকি দুর্বল।
Paralyze
সে কোন শত্রুর দিকে তাকিয়ে থেকে শত্রুকে অচল করে দিতে পারে।তবে এটা কম শক্তিশালী শত্রুর জন্য প্রযোজ্য।
Body Manipulation
এর মাধ্যমে সে নিজের শরীর নিজের ইচ্ছামত পরিবর্তন করতে পারে।
Regeneration
সে এর মাধ্যমে শরীরের যেকোন অঙ্গ আবার নতুন করে সৃষ্টি করতে পারে।এমনকি শরীরের যেকোন ক্ষুদ্র কোষ ও।
Absorption
এই শক্তির মাধ্যমে সে অন্যের শরীরকে এভজর্ভ করে ফেলে এবং অন্যের শক্তি নিজের করে নেয়।
Mystic ball attack
এই সময় সে নিজেকে বলের মত বানিয়ে ফেলে এবং শত্রুকে বারবার ভিন্ন ভিন্ন জায়গা থেকে এটাক করে এবং সবার শেষে আকাশ থেকে নিচে এসে শত্রুকে নক ডাউন করে ফেলে।এই প্রক্রিয়ায় শত্রু পক্ষের অনেক ক্ষতি হয়।
Mimicry
এসময় সে অন্যের যেকোন ফাইটিং টেকনিক কপি করে ফেলতে পারে।
Electric shock
এইসময় সে নিজের শরীর থেকে বিদ্যুত উৎপন্ন করে এবং তার হাতের মাধ্যমে শত্রুকে শক দেয়।এইভাবে সে ভেজিটাকে টর্চার করেছিল।
Kai Kai
এটি একটি মজাদার টেকনিক।এই টেকনিক এর মাধ্যমে সে যেকোন জায়গায় চলে যেতে পারে ।এমনকি ইউনিভার্স এর বাইরেও। গুকো এর ইনস্ট্যান্ট ট্রান্সমিশন এর মত এই টেকনিক এ কোন এনার্জি সিগনেচার এ ফোকাস করতে হয় না।
Cloning
এইসময় সে নিজের অনেকগুলো ডুপ্লিকের তৈরি করে গ্রুপ হয়ে ফাইট করার জন্য
Buu এর কিছু বিম।
১/Finger Beam
২/Vanishing Beam
৩/lll Flash
৪/Antenna Beam
৫/Mad kill spike
৬/Nightmare Impact
৭/Pearl Flash
৮/Planet Burst 
৯/Shocking Ball 

        Some Images or wallpaper of Kid Buu 
Kid Buu Origin In Bangla Peak Fiction

আরও - এনিমে ও মাঙ্গা সমাচার। এনিমে ও মাঙ্গা ফ্যাক্টস - Peak Fiction


Kid Buu Origin In Bangla Peak Fiction

Kid Buu Origin In Bangla | কিড বু এর অরিজিন | ড্রাগন বল - Dragon Ball | Peak Fiction | পিক ফিকশন-1

Kid Buu Origin In Bangla Peak Fiction

আরও - ডেথ নোট দিয়ে হত্যা করা মৃত ব্যাক্তিদের আবার ফিরিয়ে আনতে রয়েছে ডেথ ইরেজার | Peak Fiction


Kid Buu Origin In Bangla Peak Fiction

Kid Buu Origin In Bangla Peak Fiction

Kid Buu Origin In Bangla Peak Fiction

আরও - মাঙ্গার উৎপত্তি | কিভাবে সর্ব প্রথম মাঙ্গা প্রকাশ শুরু হয়েছিল? - Peak Fiction


Kid Buu Origin In Bangla Peak Fiction

Kid Buu Origin In Bangla Peak Fiction

PEAK FICTION


Related Post
বাস্তব জীবনে জুয়েলারী বনি - One Piece • Peak Fiction
বাস্তব জীবনে জুয়েলারী বনি - One Piece • Peak Fiction ১৮ শতকের খুবই পরিচিত মেয়ে পাইরেট Anny Bonny এর থেকে ইনসপায়ার হয়ে সৃষ…
আগুনের চুর প্রমিথিউস | গ্রীক পুরাণের কাহিনী | Greek Mythology in Bangla | Peak Fiction
আগুনের চুর প্রমিথিউস | গ্রীক পুরাণের কাহিনী | Greek Mythology in Bangla | Peak Fiction মানুষের প্রথম আগুন তৈরির কাহিনী একদিন, জিউস সমস্ত দেবতাদের মধ্যে …
Kid Buu Origin In Bangla | কিড বু এর অরিজিন | ড্রাগন বল - Dragon Ball | Peak Fiction
Kid Buu Origin In Bangla | কিড বু এর অরিজিন | ড্রাগন বল - Dragon Ball | Peak Fiction Kid BuuBy Peak Fiction Overview Kid Buu হল মাজিন বু এর অরিজি…
জ্ঞান এবং যুদ্ধের দেবী এথেনার জন্ম কিভাবে হলো? পড়ুন বাংলায় - Peak Fiction
জ্ঞান এবং যুদ্ধের দেবী এথেনার জন্ম কিভাবে হলো? পড়ুন বাংলায় - Peak Fiction  যখন জিউস প্রথম সিংহাসনে আরোহণ করেন, জিউস তার স্ত্রীর জন্য জ্ঞানে…
Post a Comment
Additional JS