Nijhiro Days Review in Bangla - Peak Fiction

Nijhiro Days Review in Bangla - Peak Fiction

চার বন্ধুর চমৎকার প্রেমের কাহিনী Nijhiro Days বা Rainbow Days। অনেকে এই মাঙ্গার অ্যানিমে অ্যাডাপশন হয়তো দেখে থাকবে। আমিও প্রথম অ্যানিমে টা দেখেই মাঙ্গার প্রতি ইন্টারেস্টেড হই। কারণ অ্যানিমে এর কাহিনী পুরোই ইনকমপ্লিট ছিলো। 

Nijhiro Days Review in Bangla - Peak Fiction

নাতসুকি হাসিবা নামে এক হাই স্কুলার ক্রিসমাস এর দিন তার প্রেমিকার সাথে ব্রেক আপ হয়ে যাওয়ায় মন খারাপ করে রাস্তায় বসে থাকে। তখন তাকে সান্তনা স্বরুপ টিস্যু দেয় আন্না কোবায়াকাওয়া নামে একটি মেয়ে, যে হাসিবার সাথে একই স্কুলে পড়ে। হাসিবা তখনই তার প্রেমে পড়ে যায়। 

Nijhiro Days Review in Bangla - Peak Fiction

গল্পটি যেহেতু চার বন্ধুর, তাই সবার কাহিনীই ধীরে ধীরে আসে। তবে হাসিবা কেই প্রধান করে দেখানো হয়। চার বন্ধুর বন্ধুত্ব সত্যিই খুব সুন্দর। তাদের চরিত্রও আলাদা। একজন শান্ত ও introvert টাইপ, একজন playboy, একজন friendly আর আমাদের মূল চরিত্র হাসিবা বোকা ও shy টাইপ। বাস্তবে আমাদের বন্ধুমহলে বন্ধুরা অনেকটা এমনি হয়ে থাকে। Shoujo মাঙ্গা মূলত মেয়েদের টার্গেট করে লিখা হয়, যেখানে কাহিনী ফিমেল লিডের perspective এ এগিয়ে যায়। কিন্তু এই মাঙ্গাটি মেইল লিডের perspective এ দেখানো হয়, বিষয়টি আমার দারুণ লেগেছে। রোমান্স এর পাশাপাশি আছে কমেডি, সেই সাথে আর্ট স্টাইল ও সুন্দর। গল্পের নামের সাথে কাহিনীও মিলে যায়, রঙধনুর মতোই রঙিন এই মাঙ্গার প্রেম কাহিনীগুলো। আমি পার্সোনালি সাজেস্ট করবো আগে অ্যানিমেটা দেখা, এরপর মাঙ্গাটা পড়া। এই মাঙ্গার একটা live action ফিল্ম ও রয়েছে।

✍️ By - Rudaiba Adnina

Status : Completed

About the author

Noman Chowdhury
I am an avid reader, particularly drawn to books and technology. My diverse interests and drive for exploration make me a well-rounded individual with a thirst for adventure. instagramfacebookyoutubepinterest

إرسال تعليق