টেলিগ্রাম এর সেরা ৩টি বট যা সহজ করে দিবে আপনার জীবন। PEAK FICTION
টেলিগ্রাম এর সেরা ৩টি বট - Peak Fiction
বর্তমানে টেলিগ্রাম ব্যাবহারকারীদের সংখ্যা বেড়েই চলছে যার অন্যতম কারণ হলো এতে থাকা বিশাল আকারের বট এবং ফিচার যা অন্য অ্যাপ এ নেই।আপনি যদি টেলিগ্রাম ব্যাবহার করে থাকেন আর এই বট গুলোর সাহায্যে জীবন যোদ্ধে এক ধাপ এগিয়ে না থাকেন তাহলে আপনার জীবনটাই বৃথা।চলুন দেখা যাক কি কি করা যাবে এই ৩টি বট দিয়ে। বট গুলোর লিংক নিচে দেওয়া আছে।
ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন ১ ক্লিকে
- বট এ প্রবেশ করতে হবে।
- Start বাটনে ক্লিক করতে হবে।
- যে ছবি পাঠাতে চান তা সেন্ট করতে হবে।
ব্যাস এতটুকুতেই ২-৫ সেকেন্ডের মধ্যে বট আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাকে দিয়ে দিবে।
উদাহরণ - উপরের দেওয়া ইমেজ।
ফেক ইমেইল এড্রেস তৈরি
এর জন্য আপনার যা করতে হবে -
- বট এ প্রবেশ করার পর Start বাটনে ক্লিক করুন।
- এরপর আপনার কাছে কিছু অপশন আসবে এর থেকে /get বাটনে ক্লিক করুন।
- এরপর আপনাকে যে ইমেইল এড্রেস দিবে ওটা আপনি যেকোনো ওয়েবসাইটে ব্যাবহার করতে পারবেন।এবং কোনো OTP যদি আসে তাহলে ওই OTP সরাসরি আপনার কাছে ওই বট এর মাধ্যমে চলে আসবে।
এভাবে ঝামেলা ছাড়াই ভুয়া ইমেইল দিয়ে কাজ চালাতে পারবেন।
ফাইল কনভার্ট
৩ নম্বর বট এর মাধ্যমে আপনি যেকোনো ফাইল কনভার্ট করতে করবেন।বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম ফরমেটের ফাইল দরকার পরে।এইসব ফরমেট করার জন্য একেক সময়ে একেক ওয়েবসাইট বা অ্যাপ ব্যাবহার করা লাগে কিন্তু এর মাধ্যমে আপনি ১ ক্লিকে মাত্র ৫ সেকেন্ডের মধ্যে আপনার ফাইল কে অন্য ফাইল যেমন - PNG, PDF, JPEG, GIF ইত্যাদি ফরমেট এ রূপান্তর করতে পারবেন।
এর জন্য আপনার যা করতে হবে -
- আগের মতই বটে প্রবেশ এর পর স্টার্ট বাটনে ক্লিক করুন।
- আপনার নির্ধারিত ফাইলটি এর পর আপলোড করে দিন।
- এরপর আপনার কাছে কোন ফরমেট এ আপনার ফাইলটি কনভার্ট করতে চান তার অপশন আসবে এবং আপনি যেই ফরমেট চান সেই ফরমেট এর উপর ক্লিক করুন।আর আপনার কাছে ওই ফরমেট এর ফাইল চলে আসবে।
আশা করি এর মাধ্যমে আপনাদের দৈনন্দিন জীবনে অনেক উপকার হবে।ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
সব বট এর লিঙ্ক পেতে এখানে ক্লিক করুন।
Helpful
ReplyDelete