0
Home  ›  Tech  ›  Tutorial

টেলিগ্রাম এর সেরা ৩টি বট যা সহজ করে দিবে আপনার জীবন। PEAK FICTION

"টেলিগ্রাম এর সেরা ৩টি বট যা সহজ করে দিবে আপনার জীবন। PEAK FICTION."

টেলিগ্রাম এর সেরা ৩টি বট - Peak Fiction

টেলিগ্রাম এর সেরা ৩ টি বট। Top bots im telegram - peak fiction

বর্তমানে টেলিগ্রাম ব্যাবহারকারীদের সংখ্যা বেড়েই চলছে যার অন্যতম কারণ হলো এতে থাকা বিশাল আকারের বট এবং ফিচার যা অন্য অ্যাপ এ নেই।আপনি যদি টেলিগ্রাম ব্যাবহার করে থাকেন আর এই বট গুলোর সাহায্যে জীবন যোদ্ধে এক ধাপ এগিয়ে না থাকেন তাহলে আপনার জীবনটাই বৃথা।চলুন দেখা যাক কি কি করা যাবে এই ৩টি বট দিয়ে। বট গুলোর লিংক নিচে দেওয়া আছে।

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন ১ ক্লিকে    

ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করুন সহজে peak fiction, টেলিগ্রাম এর সেরা বট।   Pavel Durov
এই বট এর মাধ্যমে আপনারা এক ক্লিকে আপনার যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন।এতে আপনার ছবির কোয়ালিটি ও ঠিক থাকবে।এর জন্য আপনার যা করতে হবে - 

  1. বট এ প্রবেশ করতে হবে।
  2. Start বাটনে ক্লিক করতে হবে।
  3. যে ছবি পাঠাতে চান তা সেন্ট করতে হবে।

ব্যাস এতটুকুতেই ২-৫ সেকেন্ডের মধ্যে বট আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাকে দিয়ে দিবে।

আরও - কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।

উদাহরণ - উপরের দেওয়া ইমেজ।

ফেক ইমেইল এড্রেস তৈরি

ফেক ইমেইল এড্রেস তৈরি করুন টেলিগ্রাম। Create fake email address on telegram peak fiction
অনেক সময় বিভিন্ন কাজে আমাদের অনেক ওয়েবসাইটে প্রবেশ করতে হলে ইমেইল এড্রেস এর দরকার পরে।অনেকে আবার তথ্য চুরির শঙ্কায় থাকে যে ওয়েবসাইট এ দেওয়া কি ঠিক হবে নাকি হবে না। তারা চাইলেই একটি ভুয়া ইমেইল এড্রেস বানিয়ে ওই ওয়েবসাইটে ব্যাবহার করে লগ ইন করে ফেলতে পারে।

এর জন্য আপনার যা করতে হবে - 

আরও - জিমেইল এ সুন্দর এনিমেটেড প্রোফাইল পিকচার এড করবেন কিভাবে - How to Make your Gmail profile picture Animated? - Peak Fiction

  1. বট এ প্রবেশ করার পর Start বাটনে ক্লিক করুন।
  2. এরপর আপনার কাছে কিছু অপশন আসবে এর থেকে /get বাটনে ক্লিক করুন।
  3. এরপর আপনাকে যে ইমেইল এড্রেস দিবে ওটা আপনি যেকোনো ওয়েবসাইটে ব্যাবহার করতে পারবেন।এবং কোনো OTP যদি আসে তাহলে ওই OTP সরাসরি আপনার কাছে ওই বট এর মাধ্যমে চলে আসবে।

এভাবে ঝামেলা ছাড়াই ভুয়া ইমেইল দিয়ে কাজ চালাতে পারবেন।

ফাইল কনভার্ট

ফাইল কনভার্ট করুন টেলিগ্রামে। টেলিগ্রাম এর সেরা ৩ টি বট peak fiction । Pavel Durov

আরও - এয়ারটেল বন্ধ সিম অফার ২০২৩ - Peak Fiction

৩ নম্বর বট এর মাধ্যমে আপনি যেকোনো ফাইল কনভার্ট করতে করবেন।বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকম ফরমেটের ফাইল দরকার পরে।এইসব ফরমেট করার জন্য একেক সময়ে একেক ওয়েবসাইট বা অ্যাপ ব্যাবহার করা লাগে কিন্তু এর মাধ্যমে আপনি ১ ক্লিকে মাত্র ৫ সেকেন্ডের মধ্যে আপনার ফাইল কে অন্য ফাইল যেমন - PNG, PDF, JPEG, GIF ইত্যাদি ফরমেট এ রূপান্তর করতে পারবেন।

এর জন্য আপনার যা করতে হবে - 

  1. আগের মতই বটে প্রবেশ এর পর স্টার্ট বাটনে ক্লিক করুন।
  2. আপনার নির্ধারিত ফাইলটি এর পর আপলোড করে দিন।
  3. এরপর আপনার কাছে কোন ফরমেট এ আপনার ফাইলটি কনভার্ট করতে চান তার অপশন আসবে এবং আপনি যেই ফরমেট চান সেই ফরমেট এর উপর ক্লিক করুন।আর আপনার কাছে ওই ফরমেট এর ফাইল চলে আসবে।

আরও - টেলিগ্রাম এর সেরা ৩টি বট যা সহজ করে দিবে আপনার জীবন। PEAK FICTION

আশা করি এর মাধ্যমে আপনাদের দৈনন্দিন জীবনে অনেক উপকার হবে।ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। 

সব বট এর লিঙ্ক পেতে এখানে ক্লিক করুন।

Peak fiction

Join Telegram Channel Now! 

Related Post
ফেসবুকে HD ছবি আপলোড করবেন কিভাবে? - Peak Fiction
ফেসবুকে HD ছবি আপলোড করবেন কিভাবে? - Peak Fiction বর্তমানে সবচেয়ে বড় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে ফেসবুক।ফেসবুক…
কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।
কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।ইউটিউব চ্যানেল খোলার পূর্ণাঙ্গ গাইডইউটিউব আজকের দিনে শুধুমাত্র ভিডিও দ…
আসল শাওমি ফোন চিনার উপায় - Peak Fiction
আসল শাওমি ফোন চিনার উপায় - Peak FictionPeakFiction1st April,2023Introductionবর্তমানে শাওমি ফোন ব্যবহারকারীদের…
2
1 comment
Additional JS