ফেসবুকে HD ছবি আপলোড করবেন কিভাবে? - Peak Fiction

ফেসবুকে HD ছবি আপলোড করবেন কিভাবে? - Peak Fiction , Facebook Tutorial How to upload high quality images in Facebook
ফেসবুকে HD ছবি আপলোড করবেন কিভাবে? - Peak Fiction

বর্তমানে সবচেয়ে বড় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে ফেসবুক।ফেসবুক এর ব্যাবহারকারী এর সংখ্যা কোটিরও অধিক।


 দৈনন্দিন জীবনে আমরা নানা কাজে ফেসবুক এ বিভিন্ন পোস্ট করে থাকি যার মধ্যে অনেক ফটো সংযুক্ত থাকে।কিন্তু দেখা যায় যে - কোনো ছবি আপলোড করার পর তার রেজুলেশন কমে গেছে এবং ছবিটা দেখতে ততটা আকর্ষণীয় নাও হতে পারে যা আগে ছিল।সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি?এই সমস্যার সমাধানের জন্য সহজ একটা ট্রিক্স রয়েছে যা করলে আপনি সহজেই আপনার ফেসবুকের ছবি হাই কোয়ালিটিতে আপলোড করতে পারবেন।

এর জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক লাইট অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল দিতে হবে।এরপর আপনার একাউন্ট এ লগ ইন করে নিতে হবে।লগ ইন করা হয়ে গেলে নিচের স্টেপ গুলো ফলো করুন।

প্রথমে,     

ফেসবুক সেটিংস এ চলে যান এবং সেখান থেকে নিচে স্ক্রল করে Media and Contacts অপশন এ চলে আসুন এবং Photo Quality তে ক্লিক করুন।

ফেসবুকে HD ছবি আপলোড করবেন কিভাবে? - Peak Fiction
এরপর,
যদি আপনার ডাটা সেভার মোড অন থাকে তাহলে এটিকে অফ করে দিন।কারণ এর কারণেই মূলত আমাদের ছবি গুলো এর রেজুলেশন কমে যায়।
ফেসবুকে HD ছবি আপলোড করবেন কিভাবে? - Peak Fiction  , Facebook Tutorial
এবং সবার শেষে,          
ফটো কোয়ালিটি হাই করে দিন।তাহলে আর আপনার আপলোড দেওয়া ছবি লো কোয়ালিটি এর হবে না।এবং আপনি সহজেই HD ছবি আপলোড করতে পারবেন এবং অন্যদের HD ছবিও দেখতে পারবেন।

ফেসবুকে HD ছবি আপলোড করবেন কিভাবে? - Peak Fiction  , Facebook Tutorial

এই ছিল আজকের পোস্ট। আশা করি সবাই এর দ্বারা উপকৃত হতে পারবেন।তারপরেও কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।


About the author

Noman Chowdhury
I am an avid reader, particularly drawn to books and technology. My diverse interests and drive for exploration make me a well-rounded individual with a thirst for adventure. instagramfacebookyoutubepinterest

Post a Comment