আজব আজব কারণে মৃত্যু Peak Fiction

ইতিহাসে আজব কারণে মৃত্যু হয়েছে যাদের। Peak fiction Weird Deaths in History - Peak Fiction
আজব আজব কারণে মৃত্যু Peak Fiction
Peak Fiction আজব কারণে মৃত্যু যত.. প্রতিদিন নানান দূর্ঘটনার কারণে কত কত মানুষ তার প্রাণ হারাচ্ছে। যার খবর হয়ত হাতে গোনা মানুষের কাছে থাকে কি না সন্দেহ রয়েছে। তবে এমন কিছু মৃত্যু ঘটেছে যা ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে। কিন্তু কেন স্মরণীয় হয়ে রয়েছে এই মৃত্যুগুলি?  মাথায় কচ্ছপ পড়ে মৃত্যু! প্রাচীন গ্রীসের সবচেয়ে জ্ঞানী ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন অ্যাস্কাইলাস। তার লেখা ট্রাজেডিগুলো তাকে স্মরণীয় করে রেখেছে। গ্রীক ট্রাজেডির জনকও তাকে বলা হয়।এই মহান ব্যক্তির মৃত্যু নিয়ে প্রচলিত রয়েছে এমন একটি কাহিনী যা শুনে আপনি হতবাক হয়ে ভাববেন যে এইভাবেও কারোর মৃত্যু হওয়া সম্ভব! এই ঘটনা সম্পর্কে এক রোমান লেখক, যিনি অ্যাসকাইলাসের মৃত্যুর পর খুব অল্প সময় বেঁচেছিলেন তার ভাষ্যমতে, আকাশ থেকে পতিত হওয়া এক কচ্ছপের দ্বারা মৃত্যু হয়েছিল গ্রীসের এই ট্রাজেডিয়ানের।ঈগল পাখিরা সাধারনত শিকার করা কচ্ছপদেরকে পাথরের উপরই নিক্ষেপ করে থাকে যাতে শক্ত পাথরের আঘাতে তার শিকারের খোলসটা ভেঙে যায়। এই বারও একটা ঈগল পাখি ঠিক সেই কাজটিই করল তবে ওই পাখিটির একটু বোঝার ভুল হয়ে গেছিল অর্থাৎ ঈগল পাখিটি পাথর ভেবে কচ্ছপটি অ্যাস্কাই…

About the author

I am an avid reader, particularly drawn to books and technology. My diverse interests and drive for exploration make me a well-rounded individual with a thirst for adventure. instagramfacebookyoutubepinterest

1 comment

  1. Anonymous
    Lol