After the Rain Manga Review in Bangla - Peak Fiction
"After the Rain manga and anime review by বিমুগ্ধ সরকার রক্তিম - Peak Fiction "
নাম - After The Rain
লিখেছেন - বিমুগ্ধ সরকার রক্তিম
ক্লাসের অ্যাথলেটিক মেয়ে তাচিবানা। দীর্ঘাংগী, মানে অনেক লম্বা। সুন্দরী কিন্তু চোখেমুখে একটা শীতল ভাব। সকলে তাকে দূর থেকেই উপভোগ করে, কাছাকাছি হয়েছে খুব কম। একটা দুর্ঘটনায় পা ভেঙ্গে যায় তার, ডাক্তার রায় দেন—আর ট্র্যাক অ্যান্ড রেস অর্থাৎ দৌড় প্রতিযোগিতামূলক খেলায় সে অংশ নিতে পারবে না। যেখানে তার স্বপ্ন-ভালোবাসা সবকিছু ছিল একে ঘিরে। আইডেন্টি ক্রাইসিসে ভুগতে শুরু করে সে। অবাক হয়ে লক্ষ্য করে, তাকে ছাড়াও দুনিয়া চলছে। খুব দ্রুত তার পরিবর্তে ক্লাবে নতুন একজনকে নেয়া হলো (তারই জুনিয়র)। এখন ক্লাবের আশাভরসার প্রতীক সে। একদিন বৃষ্টির মধ্যে সে একটা ক্যাফেতে মনমরা হয়ে বসে থাকায় ক্যাফের ম্যানেজার তার সাথে ভালো ব্যবহার করে, কিছু বড়মানুষি কথাবার্তা বলে। আমরা হয়তো সেটাকে পাত্তা দিতাম না, কিন্ত ইমোশোনালি ইমব্যালান্সড তাচিবানা দুর্বল হয়ে পড়ে এই বুড়োর প্রতি! হ্যাঁ, এই মধ্যবয়স্ক ডিভোর্সি বুড়ো, যার কিনা ছেলেও রয়েছে!
এটুকু পড়ে অনেকে বিরক্ত হতে পারে, অসম বয়সের প্রেম? ক্ষ্যাত ভাই। পড়ব না। আমিও তাই ভেবেছিলাম। কিন্তু মাঙ্গাটা অসাধারণ ভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে। একটা ম্যাচিউর, বাস্তবে যা হওয়া সম্ভব সেরকম ভাবেই লেখক লিখে গিয়েছেন এর গল্প। কেমন বাস্তব? একটা উদাহরণ দিই—ধরুন আপনার বয়স চল্লিশ। একটা আঠার বছরের মেয়ে এসে আপনার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে আপনাকে প্রেম নিবেদন করলো। নাটক-সিনেমা-গল্পে আমরা কীরকম দেখে এসেছি—বুড়ো নষ্টামি শুরু করবে। মেয়েটাকে নিয়ে খেলবে, হ্যানত্যান করবে। আমাদের গল্পের মধ্যবয়স্ক ম্যানেজার কিন্তু তা করেনি। সে মনে মনে অসম্ভব খুশি হয়েছে, কিন্তু সমাজ ও অসম বয়সের এবং মেয়েরা যে বয়ঃসন্ধির কবলে পড়ে নানান উদ্ভট সিদ্ধান্ত নিতে পারে—সেটাও তার জানা ছিল। সে তাচিবানাকে নিরুৎসাহিত করার চেষ্টা করেছে। বারবার। বোঝানর চেষ্টা করেছে, এটা অসম্ভব। এরকম অসংখ্য সিদ্ধান্ত, অনেক ম্যাচিউর, পরিণত একটা লেখার ছাপ, পরিণত ব্যক্তিত্বের ছাপ পাওয়া যাবে এই মাংগায়।
শেষে কী হয়েছিল জানতে চান? পড়তে শুরু করুন!
পড়ার আহবান রইল।