আসল শাওমি ফোন চিনার উপায় - Peak Fiction

আসল শাওমি ফোন চিনার উপায় - Peak Fiction
আসল শাওমি ফোন চিনার উপায় - Peak Fiction
PeakFiction 1st April,2023 Introduction বর্তমানে শাওমি ফোন ব্যবহারকারীদের সংখ্যা বেড়েই চলছে। এর সুযোগ নিয়ে আবার অনেক ফেক বা কপি সেট বাজারে বিক্রি হচ্ছে অরিজিনাল এর নাম করে। যার দ্বারা প্রতারিত হচ্ছে হাজারো মানুষ।কিন্তু আর চিন্তা নয়।আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাব কিভাবে আপনার শাওমি ব্যান্ড এর বিভিন্ন ফোন যেমন রেডমি, পোকো, রিয়ালমি অরিজিনাল নাকি নকল চেক করতে পারেন।এর জন্য নিচের স্টেপ গুলো ফলো করতে হবে। The Setting প্রথমে: আপনার মোবাইল এর কল অপশনে চলে যান।সেখানে গিয়ে *#06# নাম্বারটি ডায়াল করুন।এরপর আপনার কাছে এরকম ভাবে IMEI নাম্বার শো করবে।  এরপর: এ থেকে আপনার পছন্দ মত যেকোনো একটি IMEI নাম্বার কপি করুন বা খাতায় লিখে রাখুন। Go to Website কপি করার পর: কপি করা বা খাতায় লিখে রাখার পর আপনি এই লিংকে ক্লিক করে চলে যান বা গুগল গিয়ে সার্চ করুন Mi Authentication এবং প্রথম যে ওয়েবসাইট আসবে শাওমি থেকে সেটাতে ক্লিক করুন। Showing 404 Error? যদি error শো করে তাহলে নিচের স্টেপ গুলো ফলো করুন। ব্রাউজার এ শাওমি এর একাউন্ট এ লগ ইন বা সাইন ইন করুন। ব্রাউজার এ ডেস্কটপ মোড অন করুন। আশা করি এর পর আর কোনো সমস্যা হ…

About the author

I am an avid reader, particularly drawn to books and technology. My diverse interests and drive for exploration make me a well-rounded individual with a thirst for adventure. instagramfacebookyoutubepinterest

2 comments

  1. Anonymous
    It helped
  2. Anonymous
    Yep it worked