আসল শাওমি ফোন চিনার উপায় - Peak Fiction

PeakFiction

1st April,2023

আসল শাওমি ফোন চিনার উপায় - Peak Fiction

Introduction

বর্তমানে শাওমি ফোন ব্যবহারকারীদের সংখ্যা বেড়েই চলছে। এর সুযোগ নিয়ে আবার অনেক ফেক বা কপি সেট বাজারে বিক্রি হচ্ছে অরিজিনাল এর নাম করে। যার দ্বারা প্রতারিত হচ্ছে হাজারো মানুষ।কিন্তু আর চিন্তা নয়।আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাব কিভাবে আপনার শাওমি ব্যান্ড এর বিভিন্ন ফোন যেমন রেডমি, পোকো, রিয়ালমি অরিজিনাল নাকি নকল চেক করতে পারেন।এর জন্য নিচের স্টেপ গুলো ফলো করতে হবে।


The Setting 

প্রথমে: আপনার মোবাইল এর কল অপশনে চলে যান।সেখানে গিয়ে *#06# নাম্বারটি ডায়াল করুন।এরপর আপনার কাছে এরকম ভাবে IMEI নাম্বার শো করবে। 

আসল শাওমি ফোন চিনার উপায় - Peak Fiction

এরপর: এ থেকে আপনার পছন্দ মত যেকোনো একটি IMEI নাম্বার কপি করুন বা খাতায় লিখে রাখুন।

Go to Website 

কপি করার পর: কপি করা বা খাতায় লিখে রাখার পর আপনি এই লিংকে ক্লিক করে চলে যান বা গুগল গিয়ে সার্চ করুন Mi Authentication এবং প্রথম যে ওয়েবসাইট আসবে শাওমি থেকে সেটাতে ক্লিক করুন।

Showing 404 Error? 

যদি error শো করে তাহলে নিচের স্টেপ গুলো ফলো করুন।

  • ব্রাউজার এ শাওমি এর একাউন্ট এ লগ ইন বা সাইন ইন করুন।
  • ব্রাউজার এ ডেস্কটপ মোড অন করুন।

আশা করি এর পর আর কোনো সমস্যা হবে না।এর পর আরো কোনো সমস্যা হলে কমেন্ট করে জানান।

Check  

আসল শাওমি ফোন চিনার উপায় - Peak Fiction

শেষ কাজ: এবার আপনার কাছে উপরের ছবির মত অপশন আসবে সেখান থেকে "Verify Your Phone Purchase" অপশন টি সিলেক্ট করে প্রথম বক্সে আপনার IMEI কোড টি বসান এবং ভেরিফাই তে ক্লিক করুন এবং আপনার প্রোডাক্ট যদি অরিজিনাল হয় তাহলে শাওমি আপনাকে একটি Congratulations মেসেজ দেখাবে আর যদি নকল হয় তাহলে তাও বলে দিবে।

এভাবে আপনি আপনার শাওমি ব্যান্ড এর বিভিন্ন মোবাইল অরিজিনাল নাকি নকল তা চেক করতে পারবেন।কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো সহজ এর জন্য এই ভিডিও টি দেখতে পারেন -  

Comments

Post a Comment

Popular posts from this blog

মাঙ্গা,নোবেল ও কমিক পড়ার ওয়েবসাইট • Websites for reading Manga,Comic or Novel - Peak Fiction

ঘসেটি বেগম কে ছিলেন? ঘসেটি বেগমের জীবনী।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।