Tachiyomi User Guide Tutorial in Bangla - Peak Fiction

Tachiyomi User Guide Tutorial in Bangla - Peak Fiction
Tachiyomi User Guide Tutorial in Bangla - Peak Fiction
মাঙ্গা পড়ার অন্যতম একটি অ্যাপ হলো Tachiyomi . যার ব্যাবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে।কি আছে এই অ্যাপ এ যার কারণে এর ব্যাবহারকারী এতো?অ্যাপ এ রয়েছে এরকম অনেক ফিচার যা অন্যান্য মাঙ্গা রিডিং অ্যাপ এ পাওয়া যায় না।একের ভিতর সব বলতে গেলে এই অ্যাপ।আজকে নতুন যারা এই অ্যাপ ব্যাবহার করবে তারা কিভাবে কি করবে তাই দেখাব।কিন্তু অনেকে এই অ্যাপ ব্যবহার করতে ভয় পায় কিছু না বোঝার কারণে, যদিও অ্যাপ এ তেরকম কোনো কমপ্লিকেটেড কিছুই নেই।আশা করি এটি পড়ার পর আর আপনাদের কোনো কমপ্লিকেটেড কিছুই লাগবে না এবং সহজেই ব্যাবহার করতে পারবেন Tachiyomi . এর জন্য আপনাকে প্রথমে গুগলে গিয়ে Tachiyomi অ্যাপটি ডাওনলোড দিতে হবে বা নিচের দেওয়া ডাওনলোড বাটনে ক্লিক করেও ডাওনলোড করতে পারেন। ডাওনলোড করা হয় গেলে -       Download Tachiyomi(download) অ্যাপ এ ঢোকার পর আপনার কাছে বিভিন্ন পারমিশন চাবে ওই পারমিশন গুলো সব allow করে দিন। এরপর চলে যান " Browse " নামের অপশনে এবং সেখান থেকে " Extension " এ যেখানে আপনার সামনে অনেক মাঙ্গা এর সোর্স আসবে যেগুলোর থেকে আপনি মাঙ্গা পড়তে পারবেন।এইখান থেকে আপনার যেকোনো পছন্দের …

About the author

I am an avid reader, particularly drawn to books and technology. My diverse interests and drive for exploration make me a well-rounded individual with a thirst for adventure. instagramfacebookyoutubepinterest

Post a Comment