Posts

জাপানের চির বাঙালি বন্ধু রাধা বিনোদ পাল - Peak Fiction

জাপান এবং বাঙ্গালির বন্ধুত্বের পিছনে যে বাঙালি এর অবদান ছিল সবচেয়ে বেশি - রাধা বিনোদ পাল। Peak fiction
জাপানের চির বাঙালি বন্ধু রাধা বিনোদ পাল - Peak Fiction
Người này từng tiếp xúc gần với bệnh nhân 962 ngày 8/8 và tự cách ly tại nhà trước khi có kết quả xét nghiệm dương tính với SARS-CoV-2 tối 16/8. জাপান বাংলাদেশকে এতো সহায়তা করার পেছনে রয়েছে এক বাঙালি বিচারপতির ক্যারিশমা; যার নাম রাধা বিনোদ পাল ।বাংলাদেশের একেবারে নিঃস্বার্থ বন্ধু দেশ কোনটি? নিঃসন্দেহে জাপান। কখনো প্রশ্ন জেগেছে কেন জাপান বাংলাদেশকে এতো সহায়তা করে? তাহলে আসুন জেনে নিই... ফিরে যাওয়া যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের জাপানে। জাপানিদের চাওয়া ছিল পশ্চিমাদের মত এশিয়াতে তারাও কলোনিয়াল ব্যবস্থা গড়ে তুলবে। এ নেশায় তারা বিভিন্ন দেশে একের পর এক আক্রমণ চালিয়ে নিজেদের দখলে নিতে শুরু করে। আর এখনকার জাপান যতোটা সভ্য, শান্তশিষ্ট তখনকার জাপান ছিলো এর ঠিক বিপরীত মেরুতে। ফলস্রুতিতে দখলদারিত্ব বজায় রাখার জন্য তারা তাদের চূড়ান্ত হিংস্র রূপ দেখিয়েছিলো। ১৯৩৭ সাল। বর্তমান চীনের নানজিং এ জাপানিরা চাইনিজদের একপ্রকার কচুকাটা করেছিলো। খুন, ধর্ষণ থেকে শুরু করে বেয়নেট দিয়ে ক্ষতবিক্ষত করার এমন নজির খুব কমই দেখেছে বিশ্ব। এ হত্যাযজ্ঞ থামে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রতিপক্ষ কর্তৃক তাদের জব্দ হওয়ার পর। এরপর জাপা…

About the author

I am an avid reader, particularly drawn to books and technology. My diverse interests and drive for exploration make me a well-rounded individual with a thirst for adventure. instagramfacebookyoutubepinterest

Post a Comment