Posts

Showing posts from February, 2023

চুতিয়া সম্রাজ্য !? Read History in Bangla | Peak Fiction

Image
" Chutia Kingdom (শুতিয়া)" নামে আসামে একটি স্বাধীন রাজ্য ছিলো। সদিয়া শহলো এ সম্রাজ্যের রাজধানী।রাজা বীরপাল বাকী চুতিয়া রাজাদের হারিয়ে চুতিয়া সাম্রাজ্যের ১ম রাজা হন।আসামের কামরুপ রাজ্য ভেংগে যাওয়ার পর ১১৮৭ সালে এ রাজ্যটি প্রতিষ্ঠিত হয়।বর্তমান আসামের লক্ষীপুর,ধেমাজি,তিনসুকিয়া আর জিব্রাগড় এর কিছু এলাকা ছিলো প্রধান অঞ্চল।সব মিলিয়ে ১২০০০-১৪০০০ বর্গকিলোমিটার ছিলো আয়তন।  ১ম রাজা বীরপালের সময় রাজ্যের রাজধানী মাজুলিতে ছিলো পরে তার ছেলে রত্নরাজ এটা সাদিয়াতে নিয়ে যান । দেওয়ারি আর আসামীজ ভাষায় তারা কথা বলতো। মোট ১১ জন রাজা মিলে প্রায় ৩৪০ বছর শাসন করেন। ১৫২৩ সালে এ রাজ্যটি অহম রাজ্যের কাছে তাদের স্বাধীণতা হারায়। নীতিপাল ছিলো এদের সবশেষ স্বধীণ রাজা। source :- Assamese educational institute visionQ,Unacedemy and Wikipedia. ✍️ By - Mushfik Hasnain 

যে কারণে জনপ্রিয়তা হারিয়ে ফেলে Black Butler এনিমে | Peak Fiction

Image
এবার আসি, কেন অ্যানিমে টা নিয়ে আর কথা হয় না। অ্যানিমেটা যখন রিলিজ হচ্ছিল তখন প্রথম দিকে মাঙ্গা এর কাহিনী মোটামুটি ফলো করছিল। কিন্তু মূল কাহিনী থেকে একেবারে সরে গিয়ে অদ্ভুত এক এন্ডিং দিয়ে কাহিনী 36 এপিসোডের মধ্যে শেষ করে দেয়া হয় 2010 সালে। তখন অবশ্য মাঙ্গাতে পর্যাপ্ত কন্টেন্ট না থাকায় এমনটা করা হতে পারে। অ্যানিমে শেষ হয়ে যাবার পরেও মাঙ্গা চলতে থাকে। আসে নতুন নতুন কাহিনী ও প্লট টুইস্ট। ফলে 2014 সালে সেই কাহিনীর উপর 12 এপিসোডের আবার অ্যানিমে অ্যাডাপশন আসে, যার সাথে পূর্বের এন্ডিং এর কোনো মিলই নেই। পরবর্তী তে 2017 সালে এক মুভিও আসে। নতুন অ্যাডাপশন গুলো খুব সুন্দর হয়, একদম মাঙ্গার কাহিনী ফলো করে। কিন্তু আগের এন্ডিং দেখে হতাশ অনেকেই আর সিরিজ টি দেখে নি। বলতে গেলে অ্যানিমে টির Tokyo ghoul অ্যানিমের মতো অবস্থা হয়। আমি পার্সোনালি সাজেস্ট করবো জাস্ট মাঙ্গা টা পড়া। মাঙ্গার কাহিনী খুব সুন্দর এবং প্রতিটি ক্যারেক্টার এর ব্যাকস্টোরি উল্লেখ আছে। সেই সাথে পুরো গল্পের ডিটেইলস আছে, যা অ্যানিমে তে নেই। এই মাঙ্গা ক্রিয়েটর হলেন Yana Toboso, যিনি Disney Twisted Wonderland এর স্টোরি ও ক্যারেক্টার ডিজাই...

Black Butler anime review in Bangla | Peak Fiction

Image
  Black Butler anime review in Bangla Black Butler অ্যানিমে টার সাথে আমরা সবাই পরিচিত। অ্যানিমে টা সবার দেখা বা নাম জানা না থাকলেও বিভিন্ন জায়গায় এর এডিট কম বেশী চোখে পড়ে। 2008 সালে রিলিজ হওয়া এই অ্যানিমে টি তখন তুমুল সাড়া ফেলেছিল। ভিক্টোরিয়ান যুগে Phantomhive নামে এক বিখ্যাত আর্ল পরিবার থাকে। সেখানকার প্রধান হলো মাত্র বারো বছর বয়সী এক ছেলে, নাম Ciel Phantomhive । তখনকার রানীর watch dog নামেই সে পরিচিত ছিল। Ciel দশ বছর বয়সে আর্ল খেতাব পায়। তার দশতম জন্ম দিনে কিছু অজানা অ্যাসেসিন্ তার পরিবার কে হত্যা করে এবং তাকে কিডনাপ করে নিয়ে চলে যায়। এই অজানা অ্যাসেসিনরা তাকে একদল ডেমন ওরশিপার এর কাছে বিক্রি করে দেয়। সেখানে Ciel কে নানাভাবে অ্যাবিউজ করা হয়।  একরাতে এই ডেমন ওরশিপার রা এক ডেমন কে সামোন করার জন্য Ciel কে সেক্রিফাইজ করার চেষ্টা করে। তখনই এক ডেমন এসে হাজির হয়। সে বলে ওরশিপের ফলে সে আসেনি, সে এসেছে এই ছেলেটির ডাকে। সাথে সাথেই ডেমনটি সকল ওরশিপারদের মেরে ফেলে। Ciel তখন তার পরিবার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য ডেমন টির সাথে একটা চুক্তি করে, যেখানে ডেমনটি তার পরিবার হত্যার প্রতি...

প্যান্ডোরার বক্স | গ্রীক পুরাণ কাহিনী | Greek Story in Bangla | Peak Fiction

Image
  প্যান্ডোরা এর বক্স প্রমিথিউস মানুষকে আগুন দেওয়ার পর, জিউস প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি হেফেস্টাসকে মাটি ও পানি থেকে প্রথম মানব নারী সৃষ্টির নির্দেশ দেন। প্রতিটি দেবতা এই নারী মহিলাকে একটি উপহার দেয়।যেমন - এথেনা তার জ্ঞান, আফ্রোডাইট সৌন্দর্য, হার্মিসের ধূর্ত বুদ্ধি ইত্যাদি দেয়। মহিলার নাম ছিল প্যান্ডোরা (গ্রীক ভাষায় যার অর্থ "সমস্ত উপহার")। জিউস প্যান্ডোরাকে একটি জার দেয় এবং তাকে সতর্ক করে দেয় যে এটি কোন পরিস্থিতিতে যেন না খুলে এবং তাকে প্রমিথিউসের ভাই, এপিমিথিউসের কাছে পাঠান। প্রমিথিউস জিউসের কাছ থেকে কোনো উপহার গ্রহণ না করার জন্য তার ভাইকে সতর্ক করেছিলেন। যাইহোক, এপিমিথিউস প্যান্ডোরাকে সাদরে গ্রহণ করে নেয়।পরবর্তীতে প্যান্ডোরা তার প্রলোভনকে প্রতিহত করার জন্য কঠোর চেষ্টা করলেও না পেরে জারটি খুলে ফেলে এবং বিশ্বের মধ্যে সমস্ত অমঙ্গল ছেড়ে দেয় যা জার এর মধ্যে ছিল। এভাবে পৃথিবীতে বিদ্বেষ, যুদ্ধ, মৃত্যু, ক্ষুধা, অসুস্থতা এবং সমস্ত বিপর্যয় অবিলম্বে মুক্তি পায়।

আগুনের চুর প্রমিথিউস | গ্রীক পুরাণের কাহিনী | Greek Mythology in Bangla | Peak Fiction

Image
মানুষের প্রথম আগুন তৈরির কাহিনী   একদিন, জিউস সমস্ত দেবতাদের মধ্যে উপহার বিতরণ করেছিলেন কিন্তু তিনি মানুষের জন্য খুব একটা পাত্তা দেননি। টাইটান প্রমিথিউস, যে কিনা মানুষকে ভালোবাসতেন এবং দুঃখিত বোধ করছিলেন মানুষ উপহার না পাওয়ার কারনে।তিনি এই কারণে অলিম্পাসে উঠেছিলেন এবং হেফাস্টাসের ওয়ার্কশপ থেকে আগুন চুরি করেছিলেন। এটি তিনি একটি ফাঁপা নলে রেখেছিলেন এবং এটি মানুষকে উপহার দিয়েছিলেন।এইভাবে, মানুষ আগুন তৈরি করতে শিখে,নিজেকে গরম রাখতে পারে এবং সরঞ্জাম তৈরি করতে পারে। এই কথা শুনে জিউস খুব রেগে গেলেন। তিনি প্রমিথিউসকে একটি উচ্চ পর্বতে নিয়ে গিয়েছিলেন এবং স্মিথ দেবতা হেফেস্টাস দ্বারা তৈরি মোটা শিকল দিয়ে একটি পাথরে তাকে বেঁধে রাখে। এবং প্রতিদিন জিউস একটি ঈগল পাঠাতেন যা প্রমিথিউসের কলিজা খেত। ত্রিশ বছর ধরে প্রমিথিউস ঐখানে আবদ্ধ ছিলেন, যতক্ষণ না মহান বীর হারকিউলিস, জিউসের দেবতা পুত্র, অবশেষে তাকে তার যন্ত্রণা থেকে মুক্তি দেন।

টাইটানদের যুদ্ধ | গ্রীক পুরাণ কাহিনী | জিউস সে জন্ম | Greek Mythology | Peak Fiction

Image
টাইটানদের সংঘর্ষ শুরুতে কেবল বিশৃঙ্খলা ছিল। তারপর ইউরেনাস এবং পৃথিবী একসাথে এসে টাইটানদের জন্ম দেয়। কিন্তু, ইউরেনাস ভয় পেয়েছিল এই ভেবে যে, তার একটি সন্তান তার সিংহাসন নেবে। এজন্য তিনি তাদের প্রত্যেককে পৃথিবীর গভীরে আবদ্ধ করে রাখে। কিন্তু টাইটানদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, তার ছেলে ক্রনাস তাকে পরাজিত করে বিশ্বনেতা হন। ক্রোনাস রিয়াকে বিয়ে করে, যিনি দুটি দেবতা এবং তিনটি দেবীর জন্ম দেয়।যারা হলো - হেডিস, পসেইডন, হেরা, হেস্টিয়া এবং ডিমিটার। কিন্তু ক্রোনাস তার পিতার ভয় উত্তরাধিকারসূত্রে পেয়েছিল এবং বিশ্বাস করতো যে, তার বংশধরদের মধ্যে একজন পরে তার সিংহাসন দখল করবে। সুতরাং, যখন তারা জন্মগ্রহণ করেছিল, তখন ক্রোনাস তাদের খেয়ে ফেলত। যাইহোক, রিয়া একটি ষষ্ঠ সন্তানের প্রত্যাশা করছিল এবং ভয়ে যে এটি তার অন্যান্য সন্তানদের সাথে একই ভাগ্য ভাগ করে নেবে এজন্য তিনি গোপনে ক্রেটের একটি পাহাড়ে ষষ্ঠ সন্তানের জন্ম দেয় এবং সেখানে নবজাতককে লুকিয়ে রাখে। তিনি শিশুটির নাম রাখেন জিউস। রিয়া ক্রোনাসকেও কাপড়ে মোড়ানো একটি পাথর দিয়ে মিথ্যা বলে যে,এটি তার নবজাত শিশু। যা ক্রনাস তার নবজাতক ভেবে খেয়ে ফেলে। ন...

Castlevania - Classic Game | Peak Fiction

Image
Castlevania is a classic video game franchise that has been captivating audiences for over three decades. With its unique blend of action, horror, and gothic themes, Castlevania has established itself as one of the most iconic and enduring video game franchises of all time. The series was first introduced in 1986 with the release of the original Castlevania for the Nintendo Entertainment System. The game featured the heroic vampire hunter Simon Belmont as he battled his way through the legendary castle of Count Dracula. Over the years, the franchise has expanded to include many other characters, such as Alucard, Dracula's own son, and Soma Cruz, an ordinary high school student who becomes embroiled in the battle against Dracula. One of the defining features of Castlevania is its gothic horror atmosphere. The dark and brooding tone of the games, combined with their haunting music and sound effects, creates a truly immersive experience. This atmosphere is further enhanced by the deta...

Vagabond - The Peak Fiction

Image
Vagabond is a Japanese manga series written and illustrated by Takehiko Inoue. It was first serialized in Weekly Morning magazine in 1998 and is still ongoing. The story is loosely based on Eiji Yoshikawa's novel "Musashi," which tells the life story of Miyamoto Musashi, a legendary swordsman in ancient Japan. The story begins with a young man named Shinmen Takezō, who grows up in a turbulent period in Japan's history known as the Sengoku period. Takezō is known for his exceptional fighting skills and fierce determination, but he often finds himself at odds with the rules and expectations of society. After a series of tragic events, Takezō sets out on a journey to become the greatest swordsman in the land and to seek redemption for his past actions. Throughout his journey, Takezō faces numerous challenges and meets many other swordsmen. He trains with different teachers, learns different styles of swordsmanship, and faces off against formidable opponents in duels. Des...

Story of WuKong from Journey to the west - Peak Fiction

Image
পার্টিতে কেন দাওয়াত দেওয়া হয় নি সেই ক্ষোভে প্রায় পুরো স্বর্গ ধ্বংস করে ফেলে Wu Kong.চিন্তায় এইদিকে মারা যাচ্ছে Jade Emperor. কি করবে ভেবে পাচ্ছে না।তখন বোদ্ধা এর সাহায্য চান Jade Emperor. তখন Wu Kong কে ১ আঙুলে হারিয়ে দিয়ে ৫০০ বছরের জন্য এক পাহাড়ের মধ্যে আটকে রাখেন বোদ্ধা।সেইখানে সে ৫০০ বছর না খেয়ে ছিল।এরপর ঐখান থেকে তাকে মুক্ত করেন তার মাস্টার এবং তার মাস্টার এরসাথে সে যায় বোদ্ধা এর সাথে দেখা করতে।

ডিসি ইউনিভার্সের সেরা ৫ জন স্পিডস্টার্স - Peak Fiction

Image
আজকে আলোচনা করব ডিসি ইউনিভার্স এর সেরা ৫ জন স্পিডস্টারস কে নিয়ে।সুপার হিরো জগতে স্পিডস্টার বলতে বেশিরভাগ মানুষই ফ্ল্যাশ বা কুইকসিলভার কেই বুজে থাকে।কিন্তু এর বাইরেও আরো অনেক স্পিডস্টারস রয়েছে যারা দৌড়াতে পারে অনেক দ্রুত।আজকে তাদের কে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম।একেক জনের মতামত একেক রকম হতে পারে তাই কে আগে কে পরে এটা নিয়ে কোন কিছু না বললেই ভাল। John Fox John Fox : জন ফক্স ২৭ শতকে জাতীয় বিজ্ঞান একাডেমির ইতিহাসবিদ ছিলেন। সেন্ট্রাল সিটি যখন হুমকি এর মুখোমুখি ছিল তখন জনকে অতীত থেকে ফ্ল্যাশকে ফিরিয়ে আনতে পাঠানো হয়েছিল। জন 27 তম শতাব্দীতে ফ্ল্যাশকে আনতে ব্যর্থ হওয়ার পরে, সে দেখতে পেল যে তার যাত্রা চালিত ট্যাচিয়ন রেডিয়েশন তাকে অতি দ্রুত গতিতে আকৃষ্ট করছিল এবং তাকে নতুন ফ্ল্যাশে পরিণত করে ফেলে। সেন্ট্রাল সিটি সংরক্ষণের পরে, জন ফক্স 853 তম শতাব্দীতে বসতি স্থাপন এবং জাস্টিস লেজিন এ-তে যোগদানের আগে অন্যান্য ফ্ল্যাশগুলির সাথে অ্যাডভেঞ্চার করে সময় কাটিয়েছিলেন। Savitar Savitar : স্নায়ুযুদ্ধের সময় একটি পরীক্ষামূলক পাইলট একটি পরীক্ষামূলক সুপারসনিক জেট উড়ানোর সময় বজ্রপাতের কবলে পড়েন।...

লিগ্যাল ভাবে ইউটিউবে এনিমে দেখার উপায় - Peak Fiction

Image
অনেকেই লিগ্যাল ভাবে এনিমে দেখতে চান কিন্তু সামর্থ্য নেই কিনে দেখার।তাদের জন্য নিয়ে এলাম কিছু ইউটিউব চ্যানেল।এই চ্যানেল গুলো ফ্রি তে লিগ্যাল ভাবে এনিমে আপলোড করে থাকে এবং আপনারা তা ফ্রি তে ইউটিউব থেকে দেখতে পারবেন।অনেক সময় এলাকা ভিত্তিক এনিমে আপলোড করার কারণে আপনার এলাকায় এনিমে সিরিজ না আসতে পারে সেক্ষেত্রে VPN ব্যাবহার করে দেখতে পারেন. Peak Fiction যেসব ইউটিউব চ্যানেল লিগ্যাল ভাবে এনিমে আপলোড করে থাকে তার লিষ্ট:   🚨 Bandai America 🚨Cardfight Vanguard 🚨Crunchyroll 🚨Discotek Media 🚨Funimation 🚨Gundam.Info 🚨Media Blasters 🚨Midnight Pulp 🚨Muse Asia 🚨Nabusi TV 🚨Nozomi Entertainment 🚨Subaru-Gainax Anime Project 🚨TMS Entertainment 🚨Toei Animation 🚨Voltron 🚨Chibi Maruko-Chan (Japanese) 🚨Chibi Maruko-Chan (International) 🚨Coji Coji (Japanese) 🚨Coji Coji (International) 🚨Yamato Animation (Italian)

মৃত্যুর খাতা থেকে নিজের নাম মুছে দিল মাংকি কিং - Journey to the west | Peak Fiction

Image
যখন মাংকি বানরদের রাজা হয় তখন বানররা তাকে বলে যে অন্যান্য বানরদের রোগ হচ্ছে এবং তারা মারা যাচ্ছে । এ থেকে বাঁচার উপায় হল যে যেকোন একজন ইম্মর্টাল এর কাছ থেকে কিভাবে ইন্মর্টাল হওয়া যায় তা শিখা তবেই তারা বাঁচতে পারবে।এরপর মাংকি কিং যায় ইমর্টালদের খোঁজে।কিন্তু সে কাওকে পায় না।এরপর প্রায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত (East to West) যাওয়ার পর সে একজনকে পায়।এবং তাকে রিকোয়েস্ট করে তাকে মার্শাল আর্ট এবং কিভাবে ইম্মর্টল হওয়া যায় তা শিখাতে।কিন্তু ওই ইম্মরটাল প্রথমে রাজি না হলেও পরে অনেক কাহিনীর পর রাজি হয় এবং ভবিষ্যতে তাকে ৭২ টি ট্রান্সফরমেশন শিখায়।এরপর সব শিখার পর সে তার আগের জায়গায় ফিরে এসে দেখে তার বানর সেনারা আস্তে আস্তে মারা যাচ্ছে যার কারণে সে একদিন যায় আন্ডার ওয়ার্ল্ড এ।সেখানে গিয়ে সে আন্ডার ওয়ার্ল্ড এর সবকিছু সে ধ্বংস করতে থাকে ।তখন Yama (Underworld King) এসে তাকে থামতে বলে এবং তার যেকোন একটি রিকোয়েস্ট মানবে বলে ওয়াদা করে।তখন সে তার যত বানর প্রজা আছে তাদের সবার নাম মৃত্যুর খাতা থেকে মুছে দিতে বলে।এইভাবে তার সাথের বানরেরাও সকল প্রকার অসুখ - ক্ষিদা - মৃত্যু থেকে...

বাস্তব জীবনে জুয়েলারী বনি - One Piece • Peak Fiction

Image
১৮ শতকের খুবই পরিচিত মেয়ে পাইরেট Anny Bonny এর থেকে ইনসপায়ার হয়ে সৃষ্টি। Anny Bonny একজন ধনী পরিবারের মেয়ে ছিল।সে তার বাসা থেকে পালিয়ে যায় এবং Calico Jack Rackham এর পাইরেট গ্রুপে যোগদান করে।এবং ভবিষ্যতে তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়। Anny ছিল জ্যাক এর ক্রু তে ২ য় মেয়ে পাইরেট।সে এবং মেরি ২ জনে একা নেভির বিরুদ্ধে যুদ্ধ করেছিল যখন নেভিরা তাদের শিপ নিয়ে নেয়। লাস্টে তাদের ২ জনকে নেভি ধরে নিয়ে যায় কিন্তু সে প্রেগনেন্ট থাকার কারণে বেঁচে যায় কিন্তু মেরি কে মৃত্য দন্ড দেওয়া হয়।সে এবং Jewelery দুজনেই অন্য পাইরেট দের সাহায্য করত এবং পাইরেট লাইফ কিরকম হতওয়া উচিত এগুলো নিয়ে ভাবত।তার ছেলে সন্তান জন্মের পর তার আর খোজ পাওয়া যায় নি। ওকে নিয়ে অনেক বই আছে।(info) যেমন : Anne Bonny : The Infamous Females Pirate Anne Bonny : The Legend of a Female Pirate Heart of a Pirate Anny Bonny And Mary Read ..... বিদ্র : অনেক জায়গায় Anne Bonny না লিখে Annie Bonnie লেখা হয় ।

ওয়ান পিস এনিমে এর ব্লাকবিয়ার্ড বাস্তব জীবনে? • Blackbeard Pirate origin in Bangla - Peak Fiction

Image
One piece এর জনপ্রিয় ভিলেন Blackbeard একজন রিয়েল পাইরেট থেকে ইন্সপায়ার হয়ে সৃষ্টি।তার রিয়েল নাম ছিল Edward Teach . তাকে চিনা হয় Lieutenant Maynard এর সাথে যুদ্ধের ফলে।যদিও সে ওই যুদ্ধে পরাজিত হয়েছিল তবুও সে ওই কারণে ব্যাপক পরিচয় লাভ করে।তাকে সবাই Blackbeard নামে চিনত তার বিশাল কালো দাড়ির কারণে যা তার পুরো মুখকে প্রায় ডেকে রাখে।সে নিজেকে আরও বেশি ভয়নক বানানোর জন্য নিজের টুপির সাথে ঝলন্ত ম্যাচ লাগিয়ে রাখত।সে ইতিহাসে পরিচয় লাভ করে তার মৃত্যুর পরের ঘটনার জন্য।তার গলা যখন Lieutenant Maynard কেটে ফেলে এবং সাগরে ফেলে দেয় তখন সে না ডুভে ৩ বার জাহাজের চারদিকে চক্কর দেয় এবং তারপর ডুভে।১৯১৭ সালে সে যখন মারা যায় তখন মারা যাবার আগে সে Lieutenant Maynard কে জিতার জন্য সাধুবাদ জানায়।তখন তার শরীরে ৫ টা গুলি এবং ২০ টা তলোয়ারের কাটা দাগ ছিল।রিয়েল লাইফ Blackbeard এনিমে এর Blackbeard থেকে অনেক বেশি ভয়ংকর ছিল। A Peak Fiction Blog

জ্ঞান এবং যুদ্ধের দেবী এথেনার জন্ম কিভাবে হলো? পড়ুন বাংলায় - Peak Fiction

Image
 যখন জিউস প্রথম সিংহাসনে আরোহণ করেন, জিউস তার স্ত্রীর জন্য জ্ঞানের দেবী মেটিসকে নির্বাচন করে। মেটিস ছিলেন একজন টাইটান। ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে মেটিস অত্যন্ত শক্তিশালী সন্তানের জন্ম দেবে যা জিউসকে উৎখাত করার জন্য যথেষ্ট শক্তিশালী। তার ছেলেমেয়েরা যেন তাকে সিংহাসন থেকে প্রতারিত না করে তাই তিনি মেটিসকে নিজের মধ্যে শুষে নিয়েছিলেন এবং এই শুষে নেওয়ার প্রক্রিয়াটিতে তার(মেটিস) জ্ঞান অর্জন করেছিলেন। যাইহোক, মেটিস ইতিমধ্যেই এক শিশু এর সাথে গর্ভবতী ছিলেন এবং সেই শিশুটি জিউসের মাথায় বেড়ে উঠতে থাকে। শিশুটি যতই বেড়ে উঠল, ততই জিউসের মাথা প্রচণ্ড যন্ত্রণায় ভেঙে পড়ল। দীর্ঘ সময় পরে, জিউস আর ব্যথা সহ্য করতে পারেনি, এবং সে আগুনের দেবতা হেফেস্টাসকে তার কুঠার দিয়ে তার মাথাটি খুলতে বলেছিল। হেফেস্টাস তাই করলেন, এবং জিউসের মাথার ভেতর থেকে এথেনা বের হয়ে আসল, সম্পূর্ণ পোশাক পরিহিত এবং সশস্ত্র, মাথা থেকে পা পর্যন্ত চকচকে বর্ম পরিহিত। কিছু ভয় ছিল যে তিনি জিউসের বিরুদ্ধে যাবেন, কিন্তু যত তাড়াতাড়ি বেরিয়ে আসার পরেই এথেনা জিউসের পায়ে তার বর্শা নিক্ষেপ করে তার প্রতি তার বিশ্বস্ততা ঘোষণা করে। এথে...

মাংকি কিং কিভাবে অমরত্ব অর্জন করে? - Peak Fiction

Image
মাংকি কিং কিভাবে তার অমরত্ব অর্জন করে? এর পিছনে অনেক কাহিনী রয়েছে।এর মধ্যে দিয়ে তার পাগলামি এর নমুনা পাওয়া যায়। আপনারা কি জানেন সে কিভাবে ইম্মর্টালিটি অর্জন করে? 📍 প্রথম বার , ও ওর মাস্টার এর কাছ থেকে অমর হওয়ার টেকনিক শিখে এবং অমরত্ব অর্জন করে। 📍 দ্বিতীয় বার ,সে নরকে যায় এবং নরকের "বুক অফ মরটাল" বই থেকে নিজের এবং নিজের বানর সেনাদের নাম মুছে ফেলে এবং আবারও অমরত্ব অর্জন করে। 📍 তৃতীয় বার , তাকে পিচ গাছ এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় যার ফল খেলে যে কেও অমরত্ব অর্জন করতে পারে।কিন্তু সে রক্ষণাবেক্ষণ না করে গাছের সব ফল খেয়ে ফেলে।এবং আবারও অমরত্ব লাভ করে 🙄। 📍 চতুর্থ বার , সর্গীয় মদ পান করার পর আবারো অমরত্ব লাভ করে। 📍 পঞ্চম বার , সর্গীয় অ্যালকেমিস্ট এর "অমৃত পিল" খাবার পর আবারও অমরত্ব লাভ করে। 😒পিকচার আবি বাকি হে... 📍 ষষ্ট বার , তার এইসব কর্মকাণ্ড দেখে বিরক্ত হয়ে সর্গিয় দেবতা তাকে বিশাল অগ্নিকুন্ডে নিক্ষেপ করে তাকে মারার জন্য ।কিন্তু ওই আগুন সে অমর হওয়ার কারণে তাকে মারতে পারে না।অবশেষে সে ওই আগুনের সাহায্যে তার নশ্বর জীবনকে পুড়িয়ে ফেলে এবং আবার...

অ্যাটাক অন টাইটান মার্ভেল কমিক্স এ??? • Peak Fiction

Image
আপনারা হয়ত অনেকেই জানেন না বর্তমানে হাইপে থাকা এনিমে Attack on Titan এবং মার্ভেল কমিক এর মধ্যে ক্রসওভার আছে। যার নাম "Attack On Avengers"। এটি ৮ পাতার একটি ছোট কমিক যা ২০১৪ সালে রিলিজ হয়।যেখানে দেখা যায় যে টাইটান রা ম্যানহাটান শহরে আক্রমণ করে তখন এভেনজার্স রা ওখানের মানুষকে বাঁচাতে ছুটে আসে এবং টাইটান দের সাথে ফাইট করে। শেষের দিকে দেখা যায় এভেঞ্জার্স দের সাহায্য করার জন্য "গার্ডিয়ান অফ দা গ্যালাক্সি" টিম আসে। Written by Isayama and illustrated by Gerardo Sandoval

মাঙ্গা কি ও তাঁর প্রকারভেদ - Peak Fiction

Image
মাঙ্গা কি? মাঙ্গা মূলত জাপানে তৈরি এবং প্রকাশিত বিভিন্ন কমিক বই এবং গ্রাফিক উপন্যাসের জন্য ব্যবহৃত একটি শব্দ। আমেরিকান কমিক বইগুলির উল্টো, যা সাধারণত সম্পূর্ণ রঙে মুদ্রিত হয়, জাপানি মাঙ্গাগুলো প্রায় সবসময় সাদা কালো প্রকাশিত হয়। ফুল-কালার প্রিন্টগুলি প্রায়শই শুধুমাত্র বিশেষ প্রকাশের জন্য ব্যবহৃত হয়।  জাপানি মাঙ্গা বাম থেকে ডানের পরিবর্তে ডান থেকে বামে পড়া হয়, যা ইংরেজি ভাষার প্রকাশনার উল্টো। আপনি যদি শুধুমাত্র ইংরেজি প্রকাশনাগুলি পড়ে থাকেন তবে এতে অভ্যস্ত হতে কিছুটা সময় নিতে পারে, তবে যথেষ্ট অনুশীলন করার পরে আপনি এই সমস্যা খুব কমই লক্ষ্য করবেন।   মাঙার প্রকারভেদ   মাঙ্গাকে বেশিরভাগ ক্ষেত্রেই শ্রেণীবদ্ধ করা যেতে পারে কেবল জেনার অনুযায়ী নয় বরং দর্শকের বয়সের বা স্বাদের ভিত্তিতে।যাকে sub genre বলা যায়।এই sub genre গুলোর লক্ষ্য নিয়ে জানা ভালো। সিনেন : এটি হল তরুণ প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য মাঙ্গা। বের্সার্ক , ভ্যাগাবন্ড এবং টোকিও গৌলের মতো জিনিস, যেগুলি প্রাপ্তবয়স্কদের জন্য।জঘন্য থিম এবং প্রায়শই অযৌক্তিক যৌনতা এবং সহিংসতা থাকে এই sub genre এ ৷ ...

মাঙ্গা,নোবেল ও কমিক পড়ার ওয়েবসাইট • Websites for reading Manga,Comic or Novel - Peak Fiction

Image
মাঙ্গা ফ্রীতে লিগ্যাল ভাবে পড়ার জন্য এখনো অনেক ওয়েবসাইট তৈরি হয় নি।আপনি চাইলে আমাজন বা অন্যান্য ওয়েবসাইট যেমন -  Crunchyroll থেকে মাঙ্গা কিনে পড়তে পারবেন।আবার ফ্রীতে পড়তে চাইলে এবং যদি মাঙ্গা লেখকদের সাহায্য করতে চান থাকলে মাঙ্গা প্লাস ব্যাবহার করতে পারেন।এই অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে লিগ্যাল ভাবে আপনি মাঙ্গা পড়তে পারবেন।এছাড়াও আরো অনেক অ্যাপ রয়েছে যারা এরকম সুবিধা দিয়ে থাকে কিন্তু আজ তাদেরকে নিয়ে নয় বরং কিছু ইলিগ্যাল ওয়েবসাইট নিয়ে কথা বলব যাতে আপনারা সহজেই মাঙ্গা পড়তে পারবেন। এই সব ওয়েবসাইট গুলো কোনো লিগ্যাল পদ্ধতি নয়।লিগ্যাল ভাবে পড়ার সামর্থ্য থাকলে লিগ্যাল সাইট গুলো ব্যাবহার করার জন্য উৎসাহিত করা হল।(alert-warning) নিচে শুধু আমার পছন্দের কিছু সাইটের নাম দেওয়া হল।আর যেসব সাইটে অতিরিক্ত এড দেয় সেসব সাইটে কোনো এডব্লকার ব্যাবহার করতে পারেন।বা Tachiyomi তে এইসব সাইট এর এক্সটেনশন ডাওনলোড করে নিতে পারেন) আমাদের Discord Server এ সাইট সহ অন্যান্য অ্যাপ এর লিংক এবং এই নিয়ে বিস্তারিত দেওয়া আছে।তাই আপনারা আমাদের সার্ভার এ জয়েন হয়ে আরো সহজে এইসব সাইট সহ অন্যান্য ...