বাস্তব জীবনে জুয়েলারী বনি - One Piece • Peak Fiction


১৮ শতকের খুবই পরিচিত মেয়ে পাইরেট Anny Bonny এর থেকে ইনসপায়ার হয়ে সৃষ্টি।Anny Bonny একজন ধনী পরিবারের মেয়ে ছিল।সে তার বাসা থেকে পালিয়ে যায় এবং Calico Jack Rackham এর পাইরেট গ্রুপে যোগদান করে।এবং ভবিষ্যতে তারা প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়।Anny ছিল জ্যাক এর ক্রু তে ২ য় মেয়ে পাইরেট।সে এবং মেরি ২ জনে একা নেভির বিরুদ্ধে যুদ্ধ করেছিল যখন নেভিরা তাদের শিপ নিয়ে নেয়। লাস্টে তাদের ২ জনকে নেভি ধরে নিয়ে যায় কিন্তু সে প্রেগনেন্ট থাকার কারণে বেঁচে যায় কিন্তু মেরি কে মৃত্য দন্ড দেওয়া হয়।সে এবং Jewelery দুজনেই অন্য পাইরেট দের সাহায্য করত এবং পাইরেট লাইফ কিরকম হতওয়া উচিত এগুলো নিয়ে ভাবত।তার ছেলে সন্তান জন্মের পর তার আর খোজ পাওয়া যায় নি।

ওকে নিয়ে অনেক বই আছে।(info)



যেমন :

Anne Bonny : The Infamous Females Pirate

Anne Bonny : The Legend of a Female Pirate

Heart of a Pirate

Anny Bonny And Mary Read .....

বিদ্র : অনেক জায়গায় Anne Bonny না লিখে Annie Bonnie লেখা হয় ।

Comments

Popular posts from this blog

মাঙ্গা,নোবেল ও কমিক পড়ার ওয়েবসাইট • Websites for reading Manga,Comic or Novel - Peak Fiction

ঘসেটি বেগম কে ছিলেন? ঘসেটি বেগমের জীবনী।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।