0
Home  ›  BanglaFiction  ›  Storyline

মাংকি কিং কিভাবে অমরত্ব অর্জন করে? - Peak Fiction

"Why Monkey King is strong monkey king wukong sun wukong peak fiction blogger website "

মাংকি কিং কিভাবে অমরত্ব অর্জন করে? - Peak Fiction

মাংকি কিং কিভাবে তার অমরত্ব অর্জন করে? এর পিছনে অনেক কাহিনী রয়েছে।এর মধ্যে দিয়ে তার পাগলামি এর নমুনা পাওয়া যায়।

আপনারা কি জানেন সে কিভাবে ইম্মর্টালিটি অর্জন করে?

📍প্রথম বার, ও ওর মাস্টার এর কাছ থেকে অমর হওয়ার টেকনিক শিখে এবং অমরত্ব অর্জন করে।

📍দ্বিতীয় বার,সে নরকে যায় এবং নরকের "বুক অফ মরটাল" বই থেকে নিজের এবং নিজের বানর সেনাদের নাম মুছে ফেলে এবং আবারও অমরত্ব অর্জন করে।

আরও - ভ্যালেন্টাইন ডে এর ইতিহাস - Peak Fiction

📍তৃতীয় বার, তাকে পিচ গাছ এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় যার ফল খেলে যে কেও অমরত্ব অর্জন করতে পারে।কিন্তু সে রক্ষণাবেক্ষণ না করে গাছের সব ফল খেয়ে ফেলে।এবং আবারও অমরত্ব লাভ করে 🙄।

📍 চতুর্থ বার, সর্গীয় মদ পান করার পর আবারো অমরত্ব লাভ করে।

আরও - এনিমে ও মাঙ্গা সমাচার। এনিমে ও মাঙ্গা ফ্যাক্টস - Peak Fiction

📍 পঞ্চম বার, সর্গীয় অ্যালকেমিস্ট এর "অমৃত পিল" খাবার পর আবারও অমরত্ব লাভ করে।

😒পিকচার আবি বাকি হে...

📍ষষ্ট বার, তার এইসব কর্মকাণ্ড দেখে বিরক্ত হয়ে সর্গিয় দেবতা তাকে বিশাল অগ্নিকুন্ডে নিক্ষেপ করে তাকে মারার জন্য ।কিন্তু ওই আগুন সে অমর হওয়ার কারণে তাকে মারতে পারে না।অবশেষে সে ওই আগুনের সাহায্যে তার নশ্বর জীবনকে পুড়িয়ে ফেলে এবং আবারও অমরত্ব লাভ করে।

আরও - ডেথ নোট দিয়ে হত্যা করা মৃত ব্যাক্তিদের আবার ফিরিয়ে আনতে রয়েছে ডেথ ইরেজার | Peak Fiction

📍 শেষ পর্যন্ত সপ্তম বারে, সে ঔষুদি গুণসম্পন্ন জিনসেং গাছ খায় এবং আবারও অমরত্ব লাভ করে 🤧।


আরও - মাঙ্গার উৎপত্তি | কিভাবে সর্ব প্রথম মাঙ্গা প্রকাশ শুরু হয়েছিল? - Peak Fiction

ভাইরে ভাই, তুই এই ৭টা কাজের যেকোন একটা করলেই অমরত্ব লাভ করতে পারতি কিন্তু তার সবই করা লাগবে 🥲


.Join Bangladesh Manga Readers for more fun stuff!

Related Post
টাইটানদের যুদ্ধ | গ্রীক পুরাণ কাহিনী | জিউস সে জন্ম | Greek Mythology | Peak Fiction
টাইটানদের যুদ্ধ | গ্রীক পুরাণ কাহিনী | জিউস সে জন্ম | Greek Mythology | Peak Fiction টাইটানদের সংঘর্ষশুরুতে কেবল বিশৃঙ্খলা ছিল। তারপর ইউরেনাস এবং পৃথিবী এক…
অ্যাটাক অন টাইটান মার্ভেল কমিক্স এ??? • Peak Fiction
অ্যাটাক অন টাইটান মার্ভেল কমিক্স এ??? • Peak Fiction আপনারা হয়ত অনেকেই জানেন না বর্তমানে হাইপে থাকা এনিমে Attack on Titan এ…
ড্রাগন বল এর ইয়ামচা সম্পর্কে একটি মজার তথ্য - Peak Fiction
ড্রাগন বল এর ইয়ামচা সম্পর্কে একটি মজার তথ্য - Peak Fiction ড্রাগন বল জেড-এর প্রতিটি একক গল্পে, ইয়ামচা মারা যায়, বা ইতিমধ্যেই মৃ…
2
মাঙ্গা,নোবেল ও কমিক পড়ার ওয়েবসাইট • Websites for reading Manga,Comic or Novel - Peak Fiction
মাঙ্গা,নোবেল ও কমিক পড়ার ওয়েবসাইট • Websites for reading Manga,Comic or Novel - Peak Fiction মাঙ্গা ফ্রীতে লিগ্যাল ভাবে পড়ার জন্য এখনো অনেক ওয়েবসাইট তৈরি হয় নি।…
Post a Comment
Additional JS