মাংকি কিং কিভাবে অমরত্ব অর্জন করে? - Peak Fiction

মাংকি কিং কিভাবে অমরত্ব অর্জন করে? - Peak Fiction

মাংকি কিং কিভাবে তার অমরত্ব অর্জন করে? এর পিছনে অনেক কাহিনী রয়েছে।এর মধ্যে দিয়ে তার পাগলামি এর নমুনা পাওয়া যায়।

আপনারা কি জানেন সে কিভাবে ইম্মর্টালিটি অর্জন করে?

📍প্রথম বার, ও ওর মাস্টার এর কাছ থেকে অমর হওয়ার টেকনিক শিখে এবং অমরত্ব অর্জন করে।

📍দ্বিতীয় বার,সে নরকে যায় এবং নরকের "বুক অফ মরটাল" বই থেকে নিজের এবং নিজের বানর সেনাদের নাম মুছে ফেলে এবং আবারও অমরত্ব অর্জন করে।

📍তৃতীয় বার, তাকে পিচ গাছ এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় যার ফল খেলে যে কেও অমরত্ব অর্জন করতে পারে।কিন্তু সে রক্ষণাবেক্ষণ না করে গাছের সব ফল খেয়ে ফেলে।এবং আবারও অমরত্ব লাভ করে 🙄।

📍 চতুর্থ বার, সর্গীয় মদ পান করার পর আবারো অমরত্ব লাভ করে।

📍 পঞ্চম বার, সর্গীয় অ্যালকেমিস্ট এর "অমৃত পিল" খাবার পর আবারও অমরত্ব লাভ করে।

😒পিকচার আবি বাকি হে...

📍ষষ্ট বার, তার এইসব কর্মকাণ্ড দেখে বিরক্ত হয়ে সর্গিয় দেবতা তাকে বিশাল অগ্নিকুন্ডে নিক্ষেপ করে তাকে মারার জন্য ।কিন্তু ওই আগুন সে অমর হওয়ার কারণে তাকে মারতে পারে না।অবশেষে সে ওই আগুনের সাহায্যে তার নশ্বর জীবনকে পুড়িয়ে ফেলে এবং আবারও অমরত্ব লাভ করে।

📍 শেষ পর্যন্ত সপ্তম বারে, সে ঔষুদি গুণসম্পন্ন জিনসেং গাছ খায় এবং আবারও অমরত্ব লাভ করে 🤧।


ভাইরে ভাই, তুই এই ৭টা কাজের যেকোন একটা করলেই অমরত্ব লাভ করতে পারতি কিন্তু তার সবই করা লাগবে 🥲


.Join Bangladesh Manga Readers for more fun stuff!

Comments

Popular posts from this blog

মাঙ্গা,নোবেল ও কমিক পড়ার ওয়েবসাইট • Websites for reading Manga,Comic or Novel - Peak Fiction

ঘসেটি বেগম কে ছিলেন? ঘসেটি বেগমের জীবনী।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।