0
Home  ›  inBangla  ›  Tech  ›  Tutorial

ফেসবুকে HD ছবি আপলোড করবেন কিভাবে? - Peak Fiction

"ফেসবুকে HD ছবি আপলোড করবেন কিভাবে? - Peak Fiction , Facebook Tutorial How to upload high quality images in Facebook "

ফেসবুকে HD ছবি আপলোড করবেন কিভাবে? - Peak Fiction

বর্তমানে সবচেয়ে বড় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে ফেসবুক।ফেসবুক এর ব্যাবহারকারী এর সংখ্যা কোটিরও অধিক।


আরও - ঘসেটি বেগম কে ছিলেন? ঘসেটি বেগমের জীবনী।

 দৈনন্দিন জীবনে আমরা নানা কাজে ফেসবুক এ বিভিন্ন পোস্ট করে থাকি যার মধ্যে অনেক ফটো সংযুক্ত থাকে।কিন্তু দেখা যায় যে - কোনো ছবি আপলোড করার পর তার রেজুলেশন কমে গেছে এবং ছবিটা দেখতে ততটা আকর্ষণীয় নাও হতে পারে যা আগে ছিল।সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি?এই সমস্যার সমাধানের জন্য সহজ একটা ট্রিক্স রয়েছে যা করলে আপনি সহজেই আপনার ফেসবুকের ছবি হাই কোয়ালিটিতে আপলোড করতে পারবেন।

এর জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক লাইট অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল দিতে হবে।এরপর আপনার একাউন্ট এ লগ ইন করে নিতে হবে।লগ ইন করা হয়ে গেলে নিচের স্টেপ গুলো ফলো করুন।

আরও - মীর জাফর কে ছিলেন? Peak Fiction

প্রথমে,     

ফেসবুক সেটিংস এ চলে যান এবং সেখান থেকে নিচে স্ক্রল করে Media and Contacts অপশন এ চলে আসুন এবং Photo Quality তে ক্লিক করুন।

ফেসবুকে HD ছবি আপলোড করবেন কিভাবে? - Peak Fiction
এরপর,
যদি আপনার ডাটা সেভার মোড অন থাকে তাহলে এটিকে অফ করে দিন।কারণ এর কারণেই মূলত আমাদের ছবি গুলো এর রেজুলেশন কমে যায়।
ফেসবুকে HD ছবি আপলোড করবেন কিভাবে? - Peak Fiction  , Facebook Tutorial
এবং সবার শেষে,          
ফটো কোয়ালিটি হাই করে দিন।তাহলে আর আপনার আপলোড দেওয়া ছবি লো কোয়ালিটি এর হবে না।এবং আপনি সহজেই HD ছবি আপলোড করতে পারবেন এবং অন্যদের HD ছবিও দেখতে পারবেন।

আরও - কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।



ফেসবুকে HD ছবি আপলোড করবেন কিভাবে? - Peak Fiction  , Facebook Tutorial

আরও - জিমেইল এ সুন্দর এনিমেটেড প্রোফাইল পিকচার এড করবেন কিভাবে - How to Make your Gmail profile picture Animated? - Peak Fiction


এই ছিল আজকের পোস্ট। আশা করি সবাই এর দ্বারা উপকৃত হতে পারবেন।তারপরেও কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।


Related Post
টেলিগ্রাম এর সেরা ৩টি বট যা সহজ করে দিবে আপনার জীবন। PEAK FICTION
টেলিগ্রাম এর সেরা ৩টি বট যা সহজ করে দিবে আপনার জীবন। PEAK FICTION টেলিগ্রাম এর সেরা ৩টি বট - Peak Fictionবর্তমানে টেলিগ্রাম ব্যাবহারকারী…
1
Tachiyomi User Guide Tutorial in Bangla - Peak Fiction
Tachiyomi User Guide Tutorial in Bangla - Peak Fictionমাঙ্গা পড়ার অন্যতম একটি অ্যাপ হলো Tachiyomi. যার ব্যাবহারকারীর সংখ্যা…
ফেসবুকে HD ছবি আপলোড করবেন কিভাবে? - Peak Fiction
ফেসবুকে HD ছবি আপলোড করবেন কিভাবে? - Peak Fiction বর্তমানে সবচেয়ে বড় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে ফেসবুক।ফেসবুক…
মার্ভেল অথবা ডিসি এর কমিক্স পড়ুন মোবাইলে সম্পূর্ণ বিনামূল্যে - Read Superhero Comics - Peak Fiction
মার্ভেল অথবা ডিসি এর কমিক্স পড়ুন মোবাইলে সম্পূর্ণ বিনামূল্যে - Read Superhero Comics - Peak Fiction কিভাবে মার্ভেল,ডিসি এর কমিক পড়বেন মোবাইল এর মাধ্যেমে ফ্রীতে? 09.03.2…
Post a Comment
Additional JS