ফেসবুকে HD ছবি আপলোড করবেন কিভাবে? - Peak Fiction
"ফেসবুকে HD ছবি আপলোড করবেন কিভাবে? - Peak Fiction , Facebook Tutorial How to upload high quality images in Facebook "
বর্তমানে সবচেয়ে বড় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সাইট হচ্ছে ফেসবুক।ফেসবুক এর ব্যাবহারকারী এর সংখ্যা কোটিরও অধিক।
দৈনন্দিন জীবনে আমরা নানা কাজে ফেসবুক এ বিভিন্ন পোস্ট করে থাকি যার মধ্যে অনেক ফটো সংযুক্ত থাকে।কিন্তু দেখা যায় যে - কোনো ছবি আপলোড করার পর তার রেজুলেশন কমে গেছে এবং ছবিটা দেখতে ততটা আকর্ষণীয় নাও হতে পারে যা আগে ছিল।সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি?এই সমস্যার সমাধানের জন্য সহজ একটা ট্রিক্স রয়েছে যা করলে আপনি সহজেই আপনার ফেসবুকের ছবি হাই কোয়ালিটিতে আপলোড করতে পারবেন।
এর জন্য প্রথমে আপনাকে আপনার ফেসবুক লাইট অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল দিতে হবে।এরপর আপনার একাউন্ট এ লগ ইন করে নিতে হবে।লগ ইন করা হয়ে গেলে নিচের স্টেপ গুলো ফলো করুন।
প্রথমে,
ফেসবুক সেটিংস এ চলে যান এবং সেখান থেকে নিচে স্ক্রল করে Media and Contacts অপশন এ চলে আসুন এবং Photo Quality তে ক্লিক করুন।
এরপর,