এয়ারটেল বন্ধ সিম অফার ২০২৩ - Peak Fiction

রবি তার অনুমোদিত লাইসেন্সের অধীনে বাংলাদেশে এয়ারটেল ব্র্যান্ডটির ০১৬ সিরিজের নম্বর-এর গ্রাহকদের কার্যক্রম পরিচালনা করছে। 


তরুণদের ক্ষমতায়ন এবং তাদের মনের কথা বলতে দেওয়া সবসময়ই এয়ারটেলের মূল লক্ষ্য। তাই এয়ারটেল দু’হাত মেলে সবাইকে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধুত্বের নেটওয়ার্কে আমন্ত্রণ জানায়।

এয়ারটেল বন্ধ সিম অফার ২০২৩ - Peak Fiction

চলুন জেনে নেই এয়ারটেল এর বন্ধ সিম এ কি কি অফার রয়েছে:   

বন্ধ এয়ারটেল সিম অ্যাক্টিভেট করে উপভোগ করুন এক্সাইটিং রিচার্জ অফার! আর দেরি না করে এখনই চলে আসুন বন্ধুদের #১ নেটওয়ার্ক এয়ারটেল এ। অফার জানতে ডায়াল করো *৮৮৮# অথবা *৮০৫০# নম্বরে।


আপনার সিম বন্ধ সিম এর আওতায় পড়ে কিনা তা জানতে: 

  • *৮০৫০# নাম্বারে ডায়াল করুন।
  • এরপর আপনার নাম্বার দিন।
  • কিছুক্ষণ অপেক্ষা করার পর যদি আপনার সিম বন্ধ সিম এর আওতায় পড়ে তাহলে You are eligible নামে একটি মেসেজ আসবে।

এয়ারটেল বন্ধ সিম অফার : 

আপনার সিম যদি বন্ধ সিম এর আওতায় পড়ে তাহলে নিচের অফার গুলো পাবেন।

১৮ টাকা রিচার্জে - ৩০ মিনিট ৭ দিন।

৩৪ টাকা রিচার্জে - ৫৫ মিনিট ১৫ দিন।

৩৭ টাকা রিচার্জে - ৩জিবি+ ৩০ মিনিট+ ৪৮ পয়সা/মিনিট (+ট্যাক্স) (ডেটা+মিনিট) ৭ দিন (রেট কাটার) ৩০ দিন।

৪৬ টাকা রিচার্জে - ৭৫ মিনিট ৩০ দিন।

৭৭ টাকা রিচার্জে - ৮ জিবি ৭ দিন।

১১৯ টাকা রিচার্জে - ৬ জিবি + ১২০ মিনিট ৩০ দিন।

এই অফারগুলো আপনি এয়ারটেল বন্ধ সিম এ পাবেন।


শর্তাবলী

ইন্টারনেট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৩#

মিনিট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *৭৭৮*০#

ইন্টারনেট যেকোনো নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। অফারটির জন্য যোগ্য গ্রাহককে এসএমএস এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

 এছাড়া আপনার এয়ারটেল নম্বর থেকে *৮৮৮# অথবা *৮০৫০# নম্বরে ডায়াল করেও বিস্তারিত জেনে নিতে পারবেন।

এই ছিল আজকের মত।এইভাবে আপনি এয়ারটেল বন্ধ সিমে অফার নিতে পারবেন এবং বন্ধ সিম চেক করতে পারবেন।

Comments

Popular posts from this blog

মাঙ্গা,নোবেল ও কমিক পড়ার ওয়েবসাইট • Websites for reading Manga,Comic or Novel - Peak Fiction

ঘসেটি বেগম কে ছিলেন? ঘসেটি বেগমের জীবনী।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।