Angel - Dragon Ball Origin in Bangla • Peak Fiction

Angel - Dragon Ball Origin in Bangla • Peak Fiction
Angels

এঞ্জেল দের গলার কাছে একটি হ্যালো রয়েছে কেবল গ্র্যান্ড মিনিস্টার ছাড়া।গ্র্যান্ড মিনিস্টার এর মাথার পিছনে এটি।তাদের হোম প্ল্যানেট হল "Angel Realm"। এবং সকল এঞ্জেল দের পিতা হল গ্র্যান্ড মিনিস্টার।এঞ্জেল দের মধ্যে সবার বড় হল Kusu.যদিও আমি তাকে সবার ছোট ভেবেছিলাম সেই সবার বড়।সুপ্রিম কাই এবং গড অফ ডিস্ট্রাকশন এর মত তাদের ঘুমানোর প্রয়োজন পড়ে না।তারা প্রায় অমর তবে তাদের কিছু রুল আছে এবং এর একটা অমান্য করলে তাদের অস্তিত্ব থেকে মুছে দেওয়া হয়।তারা নিউট্রাল।ভালো বা খারাপ কোন দিকেই তারা যেতে পারবে না।তাদের পোশাক যেনো এর মত আর এর প্যাটার্ন তারা যেই G.O.D কে সার্ভ করে সেই অনুযায়ী।তাদের শক্তি G.O.D এর থেকেও অনেক বেশি।


তাদের কিছু পাওয়ার হল :

🧨Warping

🧨Magic Metarializaction

🧨Divination

🧨Healing

🧨Resurrection

🧨Space time Manipulation.

কিন্তু কেও যদি কোন ডেমন এর হাতে মারা যায় তবে তারা তাকে resurrect করতে পারে না।

Comments

Popular posts from this blog

মাঙ্গা,নোবেল ও কমিক পড়ার ওয়েবসাইট • Websites for reading Manga,Comic or Novel - Peak Fiction

ঘসেটি বেগম কে ছিলেন? ঘসেটি বেগমের জীবনী।

কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো? ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।